এদিন সকাল থেকে নেতাজির পৈতৃক ভিটে কোদালিয়ায় ভিড় জমিয়েছেন এলাকার মানুষ। নেতাজির ব্যবহৃত জিনিস, তাঁর ঘর দর্শনার্থীদের জন্য সন্ধ্যা পর্যন্ত খোলা থাকবে। ইতিমধ্যেই বহু মানুষ সেখানে গিয়ে সেই সব অতি মূল্যবান সামগ্রী বা স্মারক চাক্ষুষ করে এসেছেন। অনেককে সেলফিও তুলতে দেখা যাচ্ছে।
আরও পড়ুনঃ প্রেমের প্রস্তাবে রাজি হননি! রাগে যুবতীকে ধারালো অস্ত্রের কোপ সিভিক ভলেন্টিয়ারের
advertisement
কোদালিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক জন্মভূমিতে সকাল থেকেই নানা অনুষ্ঠানের মাধ্যমে নেতাজি কৃষ্টি কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নেতাজির ব্যবহার করা বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে বই, খাতা, চেয়ার, নেতাজি মিউজিয়াম- সমস্তটাই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নেতাজি সুভাষচন্দ্র বসুর এক আত্মীয় বেলা বোস প্রত্যেক বছর এই দিনে নেতাজির জন্মভিটেতে হাজির হন। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। এবারও তিনি এই বিশেষ দিনে এখানে হাজির হয়েছেন। প্রত্যেক বছর দুর্গাপুজোর পর নেতাজি সুভাষচন্দ্র বসু দেশপ্রিয় পার্কের বাড়িতে বিজয় দশমীর প্রণাম সারতে যেতেন। রাজ্য সরকারের উদ্যোগে কোদালিয়ায় নেতাজির পৈতৃক ভিটেতে সংস্কারের কাজ করা হয়েছে কিন্তু আরও সংস্কার ও সংরক্ষণের প্রয়োজন। নেতাজির বিভিন্ন জিনিসপত্র এখানে রাখা রয়েছে। ফলে একজন বিপ্লবী কী কী জিনিস ব্যবহার করতেন বর্তমান প্রজন্মের মানুষ তা জানতে পারবেন। প্রতিবছর এখানে এসে আমার স্মৃতিচারণ ঘটে।