প্রেমের প্রস্তাবে রাজি হননি! রাগে যুবতীকে ধারালো অস্ত্রের কোপ সিভিক ভলেন্টিয়ারের
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই সুস্মিতার উপর 'দৃষ্টি' ছিল বিশ্বজিতের
বাসন্তী, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহাঃ গ্রামের এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পেশায় বাসন্তী থানার সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ খাঁ। কিন্তু সুস্মিতা মণ্ডল নামের মেয়েটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। অভিযোগ, সেই রাগে শুক্রবার সকালে ধারালো দাঁ দিয়ে সুস্মিতাকে কুপিয়ে খুনের চেষ্টা করেন বিশ্বজিৎ। পাশাপাশি নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন অভিযুক্ত। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী থানার আমঝাড়া মোড় এলাকায়।
গুরুতর অসুস্থ অবস্থায় দু’জনকেই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই সুস্মিতার উপর ‘দৃষ্টি’ ছিল বিশ্বজিতের। কিন্তু সুস্মিতা কিছুতেই বিশ্বজিতের প্রস্তাবে রাজি হননি। সেই কারণেই এই হামলা। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
আরও পড়ুনঃ হাতে ১০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে র্যালি, দেখে ‘থ’ এলাকাবাসী! স্কুলের ভাবনা অবাক করবে
এই বিষয়ে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিতের দাদা বলেন, প্রেম ঘটিত কারণে এই ঘটনা ঘটেছে। আজ সকালে মেয়েটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আমার ভাই বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। কী কারণে এমনটা ঘটল আমরা ঠিক বুঝতে পারছি না।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে আহত সুস্মিতা বলেন, আমায় প্রেমের প্রস্তাব দিয়েছিল। তাতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে আমাকে প্রাণে মারার চেষ্টা করে। ওই ছেলেটি সিভিক ভলেন্টিয়ার। এই বিষয়ে ক্যানিং এসডিপিও রামকুমার মণ্ডল জানান, তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 15, 2025 1:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রেমের প্রস্তাবে রাজি হননি! রাগে যুবতীকে ধারালো অস্ত্রের কোপ সিভিক ভলেন্টিয়ারের