কারণ বহু খোঁজাখুঁজি করেও এখনও কোনরকম খোঁজ পাওয়া যায়নি ওই পড়ুয়ার।
পুলিশ সূত্রে ওই স্কুল পড়ুয়ার ব্যাগ থেকে পাওয়া আইকার্ড অনুযায়ী জানা গেছে, নিখোঁজ ওই পড়ুয়ার নাম কৃতিমান বর্মন। সে বালুরঘাট হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। সে সেখানেই পড়াশোনা করে।
advertisement
এদিন ওই পড়ুয়ার ব্যাগের ভিতরে থাকা মোবাইল ফোনে বারবার ফোন আসতে থাকলেও ফোন রিসিভ করার সাহস পায়নি স্থানীয়রা। এরপরেই বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ সাইকেল ও মোবাইল উদ্ধার করে নিয়ে এসেছে। কিন্তু তাঁর বাড়ি কোথায় এখনও তা স্পষ্ট নয়।
advertisement
তবে, কিভাবে নিখোঁজ হল ওই স্কুল পড়ুয়া তা জানা নেই কারোর। ইতিমধ্যেই আত্রেয়ী নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে তাঁর। তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 11, 2025 4:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Dinajpur News: খোঁজাখুঁজি করেও মেলেনি সন্ধান! নদীর ঘাট থেকে উদ্ধার পড়ুয়ার ব্যাগ, মোবাইল ও সাইকেল