বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রীজিত সাহা, বলেন, ” আমাদের স্কুলে এই রায়ের প্রভাব পড়বে। চারজন শিক্ষক ও দুজন অফিস কর্মী চাকরি হারাবেন, যার ফলে স্কুলের দৈনন্দিন কাজ চালানো কঠিন হয়ে পড়বে। দ্রুত নতুন নিয়োগের ব্যবস্থা না করা হলে স্কুল পরিচালনা ব্যাহত হবে।”
দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ সমাদ্দার জানান, “কারা কারা চাকরি হারালেন? সেই নামের লিস্ট আমাদের পাঠানো হয়নি। তবে পূর্বের পাঠানো হাইকোর্টের লিস্ট অনুযায়ী, দক্ষিণ দিনাজপুর জেলার তালিকায় ৫১১ জন শিক্ষক এবং ৭০ জন অশিক্ষক কর্মীর নাম রয়েছে। অর্ডার কপি আসার পর নির্দেশ অনুযায়ী কাজ করা হবে।”
advertisement
স্কুল সূত্রে খবর, এই সিদ্ধান্তের ফলে জেলার অনেক স্কুলে শিক্ষক ও কর্মচারীর সংখ্যা একেবারেই কমে যাবে, ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে।
সুস্মিতা গোস্বামী





