TRENDING:

South Dinajpur News: সুপ্রিম রায়ে 'চিন্তার মেঘ' দক্ষিণ দিনাজপুরে, চাকরি হারালেন ৫৮১ জন শিক্ষক ও শিক্ষাকর্মী

Last Updated:

সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলাতে ৫৮১ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতে চলেছে। এদের মধ্যে ৫১১ জন শিক্ষক ও ৭০ জন শিক্ষাকর্মী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলাতে ৫৮১ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হতে চলেছে। এদের মধ্যে ৫১১ জন শিক্ষক ও ৭০ জন শিক্ষাকর্মী। এই রায় ঘোষণার পর জেলার বিভিন্ন স্কুলে নানা সমস্যা দেখা দিতে শুরু করেছে ইতিমধ্যেই। বিশেষত, এমন অনেক বিষয় রয়েছে যেখানে মাত্র একজন শিক্ষক রয়েছেন। এছাড়া বহু স্কুলেই শিক্ষা কর্মী তথা অফিস কর্মীর স্বল্পতা রয়েছে, যা প্রশাসনিক কাজ পরিচালনায় বড় সমস্যা তৈরি করবে।
advertisement

বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রীজিত সাহা, বলেন, ” আমাদের স্কুলে এই রায়ের প্রভাব পড়বে। চারজন শিক্ষক ও দুজন অফিস কর্মী চাকরি হারাবেন, যার ফলে স্কুলের দৈনন্দিন কাজ চালানো কঠিন হয়ে পড়বে। দ্রুত নতুন নিয়োগের ব্যবস্থা না করা হলে স্কুল পরিচালনা ব্যাহত হবে।”

দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ সমাদ্দার জানান, “কারা কারা চাকরি হারালেন? সেই নামের লিস্ট আমাদের পাঠানো হয়নি। তবে পূর্বের পাঠানো হাইকোর্টের লিস্ট অনুযায়ী, দক্ষিণ দিনাজপুর জেলার তালিকায় ৫১১ জন শিক্ষক এবং ৭০ জন অশিক্ষক কর্মীর নাম রয়েছে। অর্ডার কপি আসার পর নির্দেশ অনুযায়ী কাজ করা হবে।”

advertisement

স্কুল সূত্রে খবর, এই সিদ্ধান্তের ফলে জেলার অনেক স্কুলে শিক্ষক ও কর্মচারীর সংখ্যা একেবারেই কমে যাবে, ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Dinajpur News: সুপ্রিম রায়ে 'চিন্তার মেঘ' দক্ষিণ দিনাজপুরে, চাকরি হারালেন ৫৮১ জন শিক্ষক ও শিক্ষাকর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল