মৃত মহিলার নাম সুমিত্রা সরদার (৫০)। ফিশারিতে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে গিয়েছিলেন ওই মহিলা। এই খবর জানার পর ঘটনাস্থলে যায় প্রশাসনের কর্তাব্যক্তিরা। স্থানীয়রাও উদ্ধার কাজে হাত লাগায়। কিন্তু কোনভাবেই কিছু করা যাচ্ছিল না।
আরও পড়ুনঃ কৌতূহলই কাল হল! গভীর রাতে হাতির হানায় প্রাণ গেল বাঁকুড়ার বাসিন্দার, আতঙ্ক এলাকায়
advertisement
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। খবর দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকেও। ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে মৃতদেহ উদ্ধার হয়।
এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহটি বর্তমানে রায়দিঘি থানায় নিয়ে আসা হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হবে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে। এরপর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
আরও পড়ুনঃ ভয়াবহ বাস দুর্ঘটনা শালবনিতে! বাস উলটে নয়ানজুলিতে, আহত বহু যাত্রী
এই ঘটনায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। তিনি নিজে সকাল থেকে সমস্ত কিছু পর্যবেক্ষণ করেছেন। এই ঘটনা দেখতে গ্রামবাসীরা সেখানে ভেঙে পড়েছিল। দীর্ঘক্ষণ চেষ্টার পর মৃতদেহ উদ্ধার হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। ঘটনাস্থলে এখনও রয়েছেন পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা। মৃতের পরিবারের পাশে সবরকমভাবে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা। ইতিমধ্যে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে পরিবারের লোকজনের কাছে। পরবর্তী সহযোগিতার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।






