TRENDING:

South 24 Parganas News: মাছ ধরতে গিয়ে ফিশারিতে তলিয়ে গেলেন আদিবাসী মহিলা, কনকন দিঘীতে ডুবুরি নামিয়ে তল্লাশি, উদ্ধার দেহ

Last Updated:

South 24 Parganas News: কনকন দিঘীতে ফিশারিতে তলিয়ে মৃত্যু হল এক আদিবাসী মহিলার। বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার করল দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: কনকন দিঘীতে ফিশারিতে তলিয়ে মৃত্যু হল এক আদিবাসী মহিলার। ওই মহিলার দেহ উদ্ধার করতে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী। দীর্ঘক্ষণ চেষ্টার পর ওই মহিলার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কনকন দিঘীতে ফিশারিতে তলিয়ে মৃত্যু আদিবাসী মহিলার
কনকন দিঘীতে ফিশারিতে তলিয়ে মৃত্যু আদিবাসী মহিলার
advertisement

মৃত মহিলার নাম সুমিত্রা সরদার (৫০)। ফিশারিতে মাছ ধরতে গিয়ে জলে তলিয়ে গিয়েছিলেন ওই মহিলা। এই খবর জানার পর ঘটনাস্থলে যায় প্রশাসনের কর্তাব্যক্তিরা। স্থানীয়রাও উদ্ধার কাজে হাত লাগায়। কিন্তু কোনভাবেই কিছু করা যাচ্ছিল না।

আরও পড়ুনঃ কৌতূহলই কাল হল! গভীর রাতে হাতির হানায় প্রাণ গেল বাঁকুড়ার বাসিন্দার, আতঙ্ক এলাকায়

advertisement

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। খবর দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকেও। ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে মৃতদেহ উদ্ধার হয়।

View More

এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহটি বর্তমানে রায়দিঘি থানায় নিয়ে আসা হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য মৃতদেহ পাঠানো হবে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে। এরপর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুনঃ ভয়াবহ বাস দুর্ঘটনা শালবনিতে! বাস উলটে নয়ানজুলিতে, আহত বহু যাত্রী

এই ঘটনায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রায়দিঘির বিধায়ক ড: অলক জলদাতা। তিনি নিজে সকাল থেকে সমস্ত কিছু পর্যবেক্ষণ করেছেন। এই ঘটনা দেখতে গ্রামবাসীরা সেখানে ভেঙে পড়েছিল। দীর্ঘক্ষণ চেষ্টার পর মৃতদেহ উদ্ধার হয়েছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার, পিংলার মহিলা শিল্পীর আকাশছোঁয়া সাফল্য চমকে দেবে!
আরও দেখুন

এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। ঘটনাস্থলে এখনও রয়েছেন পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা। মৃতের পরিবারের পাশে সবরকমভাবে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা। ইতিমধ্যে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে পরিবারের লোকজনের কাছে। পরবর্তী সহযোগিতার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মাছ ধরতে গিয়ে ফিশারিতে তলিয়ে গেলেন আদিবাসী মহিলা, কনকন দিঘীতে ডুবুরি নামিয়ে তল্লাশি, উদ্ধার দেহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল