Bankura News: কৌতূহলই কাল হল! গভীর রাতে হাতির হানায় প্রাণ গেল বাঁকুড়ার বাসিন্দার, আতঙ্ক এলাকায়
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Bankura Elephant Attack: শনিবার গভীর রাতে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বন বিভাগের বাঁকাদহ রেঞ্জে হাতির হানায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। কৌতূহলবশত হাতি দেখতে গিয়েই ঘটল দুর্ঘটনা। ঘটনাস্থলেই মারা যান বছর ৪২-এর ব্যক্তি।
বিষ্ণুপুর, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: শনিবার গভীর রাতে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বন বিভাগের বাঁকাদহ রেঞ্জে হাতির হানায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত আনুমানিক ১২টা থেকে দেড়টার মধ্যে এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম রামপদ হেমব্রম। তাঁর বাড়ি উড়চিডাঙ্গা এলাকায়। বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছরের মধ্যে।
প্রাথমিক তদন্তে বন দফতরের অনুমান, কৌতূহলবশত হাতি দেখতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। ওই সময় এলাকায় দলছুট হাতির গতিবিধি ছিল বলে জানা যায়। রাতের অন্ধকারে হাতির খুব কাছে চলে যাওয়ায় আচমকা আক্রমণের শিকার হন রামপদ। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে বন দফতর সূত্রে খবর। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
advertisement
আরও পড়ুনঃ ভয়াবহ বাস দুর্ঘটনা শালবনিতে! বাস উলটে নয়ানজুলিতে, আহত বহু যাত্রী
বন দফতরের পক্ষ থেকে এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। স্থানীয় মানুষদের রাতের বেলা অপ্রয়োজনীয়ভাবে জঙ্গলের ধারে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। একই সঙ্গে হাতির গতিবিধি সম্পর্কে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। মৃতের পরিবারকে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পাড়ার কালীপুজোর শোভাযাত্রায় বেরিয়ে কী সর্বনাশ! জেনারেটরের ইঞ্জিনে চুল জড়িয়ে শেষ তরুণী, সামনেই ছিল বিয়ে
উল্লেখযোগ্য, সম্প্রতি জঙ্গলমহল জুড়ে একের পর এক হাতির হানার ঘটনায় উদ্বেগ বাড়ছে। সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার বাঘাখুলিয়া গ্রামে দলছুট হাতির আক্রমণে মৃত্যু হয় মোহন সরেন নামে এক ব্যক্তির।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আবার মঙ্গলবার সকালে ঝাড়গ্রাম জেলার কুলটিকরি এলাকায় হাতির হানায় প্রাণ যায় ৬৯ বছরের বৃদ্ধা জয়া আড়ির। একের পর এক মৃত্যুর ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক যেমন বাড়ছে, তেমনই বন ও মানব বসতির সংঘাত নতুন করে ভাবাচ্ছে প্রশাসনকে। বন দফতর সূত্রে জানানো হয়েছে, এই সংঘাত কমাতে এলাকায় অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চলছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
December 13, 2025 2:13 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: কৌতূহলই কাল হল! গভীর রাতে হাতির হানায় প্রাণ গেল বাঁকুড়ার বাসিন্দার, আতঙ্ক এলাকায়










