TRENDING:

নিম্নচাপের মেঘ ভাঙা বৃষ্টি কলকাতায়! এরই মাঝে সোনারপুরে ঘটে গেল বড় অঘটন, জমা প্লাস্টিক প্রাণ কেড়ে নিল অস্থায়ী পুরকর্মীর

Last Updated:

মঙ্গলবার দুর্যোগের দিনে, জমা জলে ডুবে এবং বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ুমিছিল নেমেছে ! ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছিল এর আগে। এবার সেই তালিকায় জুড়ল আরও এক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোনারপুর, সুমন সাহা: সোমবার রাতের চার পাঁচ ঘণ্টার টানা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা তৈরি হয় কলকাতার বিভিন্ন প্রান্তের। উত্তর থেকে দক্ষিণ, দেখা গেছে তীব্র জল-যন্ত্রণার ছবি। বৃষ্টি থামার পরও জল জমে রয়েছে একাধিক জায়গায়। মঙ্গলবার দুর্যোগের দিনে, জমা জলে ডুবে এবং বিদ্য়ুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ুমিছিল নেমেছে ! ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছিল এর আগে। এবার সেই তালিকায় জুড়ল আরও এক।
সোনারপুরে জমা জলে অঘটন
সোনারপুরে জমা জলে অঘটন
advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম জয়ন্ত ঘোষ। রাজপুর-সোনারপুর পুরসভার অস্থায়ী কর্মী তিনি। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পর বহু এলাকা জলমগ্ন। রাজপুর-সোনারপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ড এখনও ভাসছে। ১৪ নম্বর ওয়ার্ডের অবস্থা শোচনীয়। কিছুতেই জল বেরোচ্ছিল না। সাফাইকর্মী জয়ন্ত উদ্যোগ নিয়ে বিকেলে ম্যানহোলের ঢাকনা খুলে পরিষ্কার করছিলেন। তখনই ঘটে দুর্ঘটনা।

advertisement

আরও পড়ুন: পুজোর আগে এ কী আয়োজন হাওড়ায়! ঢুঁ মারলেই গলে যাচ্ছে মহিলাদের মন, হাতের কাছেই মিলছে ‘এত’ কিছু

View More

দক্ষিণ ২৪ পরগনার ওই এলাকার স্থানীয়দের দাবি, জমা জলের মধ্যে ম্যানহোলে নামতে গিয়ে তলিয়ে যান তিনি। পুরসভার অন্যান্য কর্মী তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু পাওয়া যায়নি। শেষমেশ ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে আরও একটি ম্যানহোলের কাছে গিয়ে তাঁর দেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের সহযোগিতায় পুরকর্মীরা জয়ন্তকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে তাঁর।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুর কর্তৃপক্ষের একাংশের দাবি, ঝুঁকি নিয়ে ম্যানহোলে না-নামার জন্য বার বার নির্দেশ দেওয়া সত্ত্বেও জয়ন্ত ম্যানহোলে নেমেছিলেন। পুরকর্মীদের দাবি, ‘ম্যানহোলের মুখে অনেক প্লাস্টিক জমে রয়েছে, সেগুলো সাফ করলে জল নেমে যাবে’— এই বলে নিচে নামতেই জলের স্রোতে টাল সামলাতে পারেননি জয়ন্ত। তার পর এই দুর্ঘটনা। তাঁদের এ-ও দাবি, নিজে থেকেই পয়ঃপ্রণালী পরিষ্কার করতে গিয়েছিলেন জয়ন্ত। তবে এই দুর্ঘটনার পরে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান পল্লবকুমার দাস। তিনি জানান, বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য জয়ন্তের দেহ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নিম্নচাপের মেঘ ভাঙা বৃষ্টি কলকাতায়! এরই মাঝে সোনারপুরে ঘটে গেল বড় অঘটন, জমা প্লাস্টিক প্রাণ কেড়ে নিল অস্থায়ী পুরকর্মীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল