এখানে আম, জাম, কাঁঠালের মত সুস্বাদু ফলের বীজকে কাদা মাটিতে মুড়ে ফেলা হচ্ছে রাস্তার পাশে। এই কাজে সহযোগিতা করছে দক্ষিণ ২৪ পরগনার উলুবাড়ি বেড়মাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।
আরও পড়ুন: বলা নেই কওয়া নেই দুম করে বন্ধ বারুইপুর-শিলিগুড়ি এসি বাস…! আসল কারণ জানলে চমকে যাবেন
advertisement
এতে অর্থও খুব একটা লাগছে না। বাড়িতে খাওয়ার পর ফেলে দেওয়া আঁটিগুলিকে কাদার বল করে ফেলা হচ্ছে রাস্তার পাশে। এরপর গাছগুলি যখন বড় হবে তখন এই গাছ থেকে উপকার পাবে পশু-পাখি থেকে শুরু করে স্থানীয় মানুষজন। এই লক্ষ্যে এমন কর্মসূচি নিয়েছে উলুবাড়ি বেড়মাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক শশাঙ্ক হালদার জানান, এই কর্মসূচির ফলে স্কুলের আশেপাশে বেশ কয়েকবছরের মধ্যে ফলের গাছে ভরে উঠবে। পাখিরা মিষ্টি ফল খাবে, মানুষ ছায়া পাবে, পরিবেশ বদলে যাবে দ্রুত। এই কর্মসূচি সফল হলে ভবিষ্যতে আরও বড় জায়গার উপর এই কাজ করতে চায় তারা। এতে খরচ খুব একটা নেই কিন্তু লাভ হবে অনেক।
নবাব মল্লিক