AC Bus: বলা নেই কওয়া নেই দুম করে বন্ধ বারুইপুর-শিলিগুড়ি এসি বাস...! আসল কারণ জানলে চমকে যাবেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
AC Bus: বারুইপুর থেকে শিলিগুড়ি ও তারাপীঠের এসি বাস বন্ধ হওয়ায় ক্ষোভ বাসিন্দাদের। কেন এমন সিদ্ধান্ত নিল সংস্থা জানলে চমকে যাবেন
দক্ষিণ ২৪ পরগনা: চলতি বছরের মার্চ মাসে বারুইপুরের ফুলতলায় ঘটা করে উদ্বোধন হয়েছিল তারাপীঠ ও শিলিগুড়ি যাওয়ার এসি বাস পরিষেবা। ঠিক হয়েছিল, ফুলতলা বাস টার্মিনাস থেকে এই দু’টি রুটের বাস ছাড়বে। টিকিট কাটা যেত অনলাইনে। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম সূত্রে খবর, অনলাইনে টিকিটের জেরে বারুইপুর থেকে যাত্রী সংখ্যা একেবারেই কম হচ্ছে। ফলে মাত্র পাঁচ-ছ’জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করছিল বাসগুলি। তাই ফুলতলা বাস টার্মিনাসের বদলে ওই দুই রুটের এসি বাস ধর্মতলা থেকে ছাড়ছে।
নিগমের এই সিদ্ধান্তে ক্ষোভ বেড়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দাদের তাঁদের দাবি, প্রায় সময় ইন্টারনেটের গণ্ডগোলের কারণে অনলাইনে টিকিট বুকিং করা যায় না। তাই, ফুলতলায় কাউন্টার খুলে শিলিগুড়ি ও তারাপীঠ রুটের বাসের টিকিট দেওয়া হোক। যদিও রাজ্য পরিবহণ নিগমের এক কর্তা বলেন, এখনই নতুন করে কাউন্টার খোলা সম্ভব নয়। তাছাড়া কলকাতার দিক থেকে অনলাইনে অনেকেই টিকিট কাটছেন। তাই বাধ্য হয়ে ধর্মতলা থেকে দু’টি রুটে বাস চালাতে হচ্ছে।
advertisement
advertisement
যদিও এই বিতর্কে মধ্যেই বারুইপুরের উত্তরভাগ থেকে হাওড়া স্টেশন ও বারাসত রুটে ঠিকই বাস চলছে। যাত্রীও হচ্ছে তাতে। গত ৮ মার্চ বারুইপুরের ফুলতলা থেকে তারাপীঠ ও শিলিগুড়ি রুটে দূরপাল্লার শীতাতপ নিয়ন্ত্রিত বাস পরিষেবার উদ্বোধন করেছিলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সেদিন সেখানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। এই দুই রুটে কয়েক সপ্তাহ বাস চলার পর আচমকা বারুইপুর থেকে বাস দু’টিকে সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তারাপীঠ ও শিলিগুড়ি রুটে বাস ঠিকমত চলছে কিনা, সে ব্যাপারে পরিবহণ দফতরের তরফে কোন নজরদারি ছিল না। অনলাইনে টিকিট বিক্রি না হওয়ায় যাত্রী কমেছে বলে বাস কেন তুলে নেওয়া হল বারুইপুর থেকে কাউন্টার থেকে অফলাইনে টিকিট বিক্রি করলে যাত্রী সংখ্যা ঠিকই বাড়বে। অবিলম্বে বারুইপুর থেকে এই দু’টি রুটে বাস চালু করা হোক এই দাবি এলাকাবাসীর।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 4:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
AC Bus: বলা নেই কওয়া নেই দুম করে বন্ধ বারুইপুর-শিলিগুড়ি এসি বাস...! আসল কারণ জানলে চমকে যাবেন