ঘটনাটি ঘটেছে সাগরের চকফুলডুবি রাধাগোবিন্দ সেবা সদনের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুটিতে চড়ে তিনজন যুবক মেলা দেখে বাড়ি ফিরছিলেন। পথেই অঘটন। দুর্ঘটনায় স্কুটিতে থাকা তিন আরোহী গুরুতরভাবে জখম হন।
advertisement
স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা আহতদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন। নিহত যুবকের নাম গণেশ বারিক।
বাকি দুই আহত ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন। এই মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই মৃত গণেশ বারিকের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়িতে তিনজন যাত্রী কেন ছিলেন এবং গাড়ির গতি বেশি ছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আশেপাশের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে গাড়িটির অতিরিক্ত গতিতেই আসছিল। ফলে নিয়ন্ত্রণ হারান চালক। যার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সামনেই গঙ্গাসাগর মেলা। এই ঘটনার পর বাইক চালকদের আরও একবার সচেতন করবে পুলিশ। এই ঘটনার পর আরও সতর্ক হচ্ছে সাগর থানা।






