নাবালিকা উদ্ধার অভিযানে নেমে পুলিশের চক্ষু ছানাবড়া! বারাসতে স্পা সেন্টারের আড়ালে মধুচক্র, আটক মালিক-সহ ১৬

Last Updated:

North 24 Parganas Body Massage Parlor: অশোকনগরে নিখোঁজ নাবালিকা উদ্ধার অভিযানে নেমে স্পা সেন্টারের আড়ালে অবৈধ দেহ ব্যবসার চক্র ফাঁস করল পুলিশ। বারাসতে ফরচুন টাউনশিপে পুলিশের অভিযানে স্পা মালিক-সহ ১৬ জন আটক।

বারাসাতে বডি ম্যাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা
বারাসাতে বডি ম্যাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা
বারাসাত, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলম: অশোকনগরে নিখোঁজ নাবালিকা উদ্ধার অভিযানে নেমে স্পা সেন্টারের আড়ালে মধুচক্র ফাঁস করল পুলিশ। বারাসাতে ফরচুন টাউনশিপে পুলিশের অভিযানে স্পা মালিক-সহ ১৬ জন আটক।
উত্তর ২৪ পরগনার অশোকনগরে নাবালিকার নিখোঁজ হওয়ায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে অশোকনগর থানার পুলিশ তদন্ত নেমে নিখোঁজ হয়ে যাওয়া ওই নাবালিকাকে উদ্ধার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে ওই নাবালিকা বডি ম্যাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসার বিষয়টি স্বীকার করে। সে জানায়, বারাসাত ফরচুন টাউনশিপে একটি স্পা সেন্টারে কাজ করত।
আরও পড়ুনঃ নেশায় আসক্ত বেকার স্বামী! মদের টানে স্ত্রীর উপর হামলা, মেরে মাথা ফাটানোর অভিযোগ
ওই স্পা সেন্টারে কী কাজ হয় সেটি দেখতেই আচমকা বারাসত কাজীপাড়া এলাকায় ফরচুন টাউনশিপে ওই বডি ম্যাসাজ পার্লারে হানা দেয় অশোকনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর পার্লারে যখন তারা অভিযান চালায় তখন ভিতরে বডি ম্যাসাজ পার্লারের মালিক-সহ ১১টি মেয়ে এবং চারটি ছেলে ছিল। পরবর্তীতে ঘটনাস্থলে নিয়ে আসা হয় মহিলা পুলিশ। পার্লারের ভিতর থেকে ১১টি মেয়ে এবং চারটি ছেলেকে আটক করে অশোকনগর থানায় নিয়ে আসা হয়।
advertisement
advertisement
বডি ম্যাসাজ পার্লারের আড়ালে অবৈধভাবে দেহ ব্যবসা চলতো বলেই অভিযোগ। পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার বিরাটি, নিউ ব্যারাকপুর, কাজীপাড়া, হাবরা, অশোকনগর বিভিন্ন এলাকা থেকে মেয়েরা এখানে কাজের উদ্দেশ্যে আসতেন।
আরও পড়ুনঃ  সুদিন আসছে! ঘাটাল মাস্টার প্ল্যান অনুযায়ী শিলাবতী নদী খননের কাজ শুরু, বন্যা আতঙ্কের মাঝে দাসপুরে আশার আলো
এই ঘটনায় স্থানীয় প্রতিবেশীরা জানান, সাত-আট মাস আগে ফরচুন টাউনশিপে দুটি বডি ম্যাসাজ পার্লার খোলা হয়। সেখানে প্রতিদিনই নতুন নতুন মেয়েদের আনাগোনা চলত। আবার মাঝে মধ্যে একই মেয়ে আসতো। স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা জানতেন এখানে মেয়েদের পার্লারের কাজ চলে। কিন্তু আড়ালে এসব হয় কখনও আন্দাজ করেননি তারা।
advertisement
বডি ম্যাসাজ পার্লারের পিছনে অবৈধ দেহ ব্যবসা চালানোর অভিযোগে মালিক-সহ ১৬ জনকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে আটক করেছে অশোকনগর থানার পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নাবালিকা উদ্ধার অভিযানে নেমে পুলিশের চক্ষু ছানাবড়া! বারাসতে স্পা সেন্টারের আড়ালে মধুচক্র, আটক মালিক-সহ ১৬
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে? জেনে নিন
  • সপ্তাহভর শীতের ঝোড়ো ব্যাটিং

  • রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা আর কত দিন থাকবে?

  • কলকাতায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে

VIEW MORE
advertisement
advertisement