South 24 Parganas News: নেশায় আসক্ত বেকার স্বামী! মদের টানে স্ত্রীর উপর হামলা, মেরে মাথা ফাটানোর অভিযোগ

Last Updated:

South 24 Parganas News: নেশা করার টাকা চেয়ে না পাওয়ায় স্ত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার খড়িমাচান গ্রামের ঘটনা।

ক্যানিং মহকুমা হাসপাতাল
ক্যানিং মহকুমা হাসপাতাল
বাসন্তী, দক্ষিণ ২৪ পরগনা, অনুপ বিশ্বাস: নেশা করার টাকা চেয়ে না পেয়ে স্ত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বাড়ির বৌকে মারধর করলেন শ্বশুর এবং দেওরও। রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার খড়িমাচান গ্রামের বাসিন্দা আজমিরা খান মোল্লা নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে তার স্বামী নাসির উদ্দিন মোল্লার বিরুদ্ধে।
আজমিরার অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজকর্ম ছেড়ে নেশায় আসক্ত হয়েছেন তার স্বামী। বারবার বারণ করলেও কথা শুনতেন না স্বামী। উলটে জুটতো মারধর। রবিবার বাজার করার অন্য ১০০ টাকা নিয়ে তিনি দোকানে যান। এমন সময় স্বামী নাসির উদ্দিন সেই টাকা স্ত্রী আজমিরার কাছ থেকে চান। নেশা করতে যাবেন বলে ওই টাকা চান তিনি।
advertisement
আরও পড়ুনঃ সুদিন আসছে! ঘাটাল মাস্টার প্ল্যান অনুযায়ী শিলাবতী নদী খননের কাজ শুরু, বন্যা আতঙ্কের মাঝে দাসপুরে আশার আলো
কিন্তু আজমিরা টাকা দিতে অস্বীকার করেন। আর তাতেই চোটে যান নাসির। স্ত্রীকে মারধর করেন। স্ত্রীর মাথা ফাটিয়ে দেন বলে অভিযোগ। এমনকি আজমিরাকে মারধর করেন তার শ্বশুর ও দেওরও। আহত আজমিরাকে তার পরিবারের লোকজন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে আসেন। এই ঘটনায় তিনি বাসন্তী থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: নেশায় আসক্ত বেকার স্বামী! মদের টানে স্ত্রীর উপর হামলা, মেরে মাথা ফাটানোর অভিযোগ
Next Article
advertisement
Satadru Dutta: শতদ্রু দত্তকে রাতভর জেরা পুলিশের, মেসির ইভেন্টে কমপ্লিমেন্টারি টিকিটের কোনও হিসেব এখনও নেই ! বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত কমিটি
শতদ্রু দত্তকে রাতভর জেরা পুলিশের,মেসির ইভেন্টে কমপ্লিমেন্টারি টিকিটের কোনও হিসেব এখনও নেই!
  • শতদ্রু দত্তকে রাতভর জেরা পুলিশের

  • মেসির ইভেন্টে কমপ্লিমেন্টারি টিকিটের কোনও হিসেব এখনও নেই !

  • বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত কমিটি

VIEW MORE
advertisement
advertisement