TRENDING:

মাছ ধরতে যাওয়ার পথে বিপত্তি! ডুবল মৎস্যজীবী-সহ ট্রলার, রায়দিঘি জেটিতে হইচই কাণ্ড

Last Updated:

ওই ট্রলারের নাম মা ত্রিপুরা সুন্দরী। ট্রলারটিতে ১৪ জন মৎস্যজীবী ছিলেন। সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ ফের ট্রলারডুবি রায়দিঘিতে। রায়দিঘি ফিশিং ঘাট ভগবতী জেটির কাছে ডুবল একটি ট্রলার। ওই ট্রলারের নাম মা ত্রিপুরা সুন্দরী। ট্রলারটিতে ১৪ জন মৎস্যজীবী ছিলেন। তবে বরাত জোরে রক্ষা পেয়েছেন তাঁরা। সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।
advertisement

জোয়ারের সময় ট্রলারটি ভেসে উঠে জেটিতে গিয়ে ধাক্কা মারে যার জন্য এই ঘটনা ঘটেছে। ট্রলারটি তেল, বরফ বোঝাই করে মাঝ সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ট্রলারডুবির ঘটনায় প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ট্রলার মালিক অলোক হালদার। এর আগেও একই ভাবে এফ বি মা অন্নপূর্ণা নামের একটি ট্রলার রায়দিঘি ঘাটের কাছে ডুবে গিয়েছিল।

advertisement

আরও পড়ুনঃ স্বদেশী আন্দোলনের ‘এই’ কর্মশালা আজ মৃতপ্রায়, ফিরেও তাকায় না কেউ! দেওয়ালের আনাচে কানাচে লুকিয়ে সংগ্রামের ইতিহাস

বর্তমানে ট্রলারটিকে জল থেকে তোলার চেষ্টা চলছে। ট্রলারটি ভাটার সময় জেটির কাছেই ছিল। এরপর জোয়ার আসতে শুরু করলে ট্রলারটি ভাসতে থাকে। এক পর্যায়ে ট্রলারটি জেটির উপর উঠে যায়। এরপর এই ঘটনা ঘটে।

advertisement

View More

আরও পড়ুনঃ ম্যানগ্রোভ বাঁচলেই বাঁচবে তাঁদের জীবন! রাখিতে ‘দাদার’ প্রাণ বাঁচাতে যা করলেন সুন্দরবনের মেয়ে-বোনেরা, সকলের কাছে দৃষ্টান্ত

এই ঘটনার পর দ্রুত মৎস্যজীবীদের উদ্ধার করা হয়েছে। রায়দিঘি ফিশিং জেটি অনেকটাই বাড়ানো রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। যার ফলে বারবার এই ঘটনা ঘটছে। এই ঘটনার সমাধানে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে দাবি জানিয়েছেন তাঁরা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তেল, বরফ বোঝাই করে সমুদ্রে যাওয়ার আগে এই ঘটনা ঘটায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে মৎস্যজীবীরা। নদী ও সমুদ্রে এখন জলের স্তর বাড়ার ফলেও এমন ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ভেঙে পড়েছেন ট্রলার মালিক অলোক হালদার। চলতি মরশুমে তাঁর দুটি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে। বারবার এমন ঘটনা কেন ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাছ ধরতে যাওয়ার পথে বিপত্তি! ডুবল মৎস্যজীবী-সহ ট্রলার, রায়দিঘি জেটিতে হইচই কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল