ম্যানগ্রোভ বাঁচলেই বাঁচবে তাঁদের জীবন! রাখিতে 'দাদার' প্রাণ বাঁচাতে যা করলেন সুন্দরবনের মেয়ে-বোনেরা, সকলের কাছে দৃষ্টান্ত
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
“ম্যানগ্রোভ কাটবেন না, ম্যানগ্রোভ বাঁচান।” ম্যানগ্রোভ গাছ রক্ষা করতে রাখি উপলক্ষ্যে বিশেষ পদক্ষেপ সুন্দরবনের মেয়ে-বোনেদের।
<strong>দক্ষিণ ২৪ পরগণা, সুন্দরবন, জুলফিকার মোল্যাঃ</strong> সুন্দরবন বাঁচাতে সম্প্রতি এক অভিনব উদ্যোগ গ্রহণ করলেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মেয়ে-বোনেরা। তাঁরা ম্যানগ্রোভ গাছকে ভাই বা দাদার মতো রক্ষা করার জন্য রাখি পরিয়ে একটি শক্তিশালী পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন। হিঙ্গলগঞ্জের বরুনহাট এলাকায়, ইছামতি ও গৌড়েশ্বর নদীর সংযোগস্থলে, নদীর বাঁধে ম্যানগ্রোভ গাছের গায়ে রাখি পরানো হল। তাঁদের এই উদ্যোগ পরিবেশ রক্ষা ও ম্যানগ্রোভের গুরুত্ব সম্পর্কে সচেতনতার এক শক্তিশালী উদাহরণ।
advertisement
এই উদ্যোগের মাধ্যমে গ্রামের মেয়েরা প্রমাণ করেছেন যে, ম্যানগ্রোভ রক্ষা করা মানে শুধুমাত্র পরিবেশ রক্ষা নয়, বরং এটি তাঁদের নিজস্ব জীবনের নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ। তাঁদের বক্তব্য, “ম্যানগ্রোভ বাঁচলে বাঁচবে নদীর বাঁধ। আর নদীর বাঁধ বাঁচলে বাঁচবে আমাদের গ্রাম।” (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
advertisement
গত কয়েক বছর ধরে আয়লা, আমফান, বুলবুলের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ তাঁদের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এই দুর্যোগগুলি তাঁদের উপলব্ধি করিয়েছে যে, ম্যানগ্রোভ গাছ নদীর বাঁধ সুরক্ষিত রাখে। সেই বাঁধ ভেঙে গেলে গ্রামবাসীদের জীবন বিপদে পড়বে। তাই, ম্যানগ্রোভের গুরুত্ব উপলব্ধি করে তাঁরা গ্রামবাসী ও সমাজকে সচেতন করতে চান। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
advertisement
advertisement
তাঁরা জানান, পরিবারে বড় ভাই বা দাদাকে রক্ষা করতে যেমন রাখি পরানো হয়, তেমনই ম্যানগ্রোভ এবং বাঁধ রক্ষার জন্যও গাছে রাখি পরিয়ে এক গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছেন তাঁরা। গ্রামবাসীরা এই উদ্যোগের মাধ্যমে সমাজকে জানান দিতে চান, পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করা আমাদের সকলের দায়িত্ব। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)
advertisement
সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এমন এক কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ প্রতিরোধে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ম্যানগ্রোভ গাছ শুধু সুন্দরবনকে রক্ষা করে না, এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে প্রাণীজগত এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, এটি রক্ষা করা আমাদের সকলের কর্তব্য। (ছবি ও তথ্য: জুলফিকার মোল্যা)