ফলে সামান্য বৃষ্টিতেই শহরের রাস্তাঘাট দিয়ে চলাফেরা করা দায় হয়ে উঠেছে বলে অভিযোগ। এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা অভিযোগের সুরে বলেন, বৃষ্টি হলেই কাদায় ভরে যায় রাস্তা। মোটরবাইকের ব্রেক কষলেই ছিটকে পড়ে যাবার সম্ভাবনা থেকেই যাচ্ছে। এমন রাস্তার জন্য প্রায়ই পথ দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছে এই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা। তবে সামনে পুজো আর তাই পুজোর আগেই দ্রুত এই বেহাল রাস্তা সারানোর দাবি করছেন বাসিন্দারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সামান্য বৃষ্টি হলেই কাদা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। এই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া-সহ নিত্যযাত্রীদের যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন গাড়ি চালক থেকে স্থানীয় বাসিন্দারা। স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। তাই এই বেহাল রাস্তা সংস্কার হলে সকলেরই সুবিধা হবে।