South 24 Parganas News: মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট! রাতের অন্ধকারে মৃতদেহ নিয়ে যা করলেন প্রতিবেশী... তদন্তে নেমে চোখ কপালে পুলিশের
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
রাতে মাছ ধরে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। মৃতদেহ নিয়ে যা করল প্রতিবেশী, চোখ কপালে উঠল সকলের।
কুলতলি, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহা: কুলতলির বালাহারানিয়া গ্রামে চাঞ্চল্যকর খুনের ঘটনায় অবশেষে কিনারা করল পুলিশ। ১১ অগাস্ট, সোমবার বিকালে কুলতলি ব্লকের কুন্দ খালি গোডাবোর অঞ্চলের বালাহারানিয়ার বাসিন্দার পলাশ সরদার স্থানীয় পিয়ালী নদীতে জাল ফেলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন স্থানীয় পিয়ালী বন দফতর ও কুলতলি থানায় খবর দেন। দীর্ঘক্ষণ চলে খোঁজাখুঁজি। এরপর ডোঙ্গাজোড়া পিয়ালী নদীতে ওই ব্যক্তির দেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তারা খবর দেন কুলতলী থানায়। কুলতলি থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ পরকীয়ায় ‘বুঁদ’! প্রেমিকের সঙ্গে অশান্তির জেরে রেললাইনে মাথা… গৃহবধূর কাণ্ডে শোরগোল
ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করেছে দীনবন্ধু পয়রা নামের এক ব্যক্তিকে। যিনি মৃত পলাশের প্রতিবেশী। অভিযোগ, মুরগি চুরি রুখতে নিজের বাড়ির চারপাশে জি আই তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিল দীনবন্ধু। রাতে মাছ ধরে ফেরার পথে সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় পলাশের। এরপর কাউকে কিছু না বলে পলাশের মৃতদেহটি বাড়িতে লুকিয়ে রেখেন এবং পরে সুযোগ বুঝে রাতের অন্ধকারে নদীতে ফেলে দেন অভিযুক্ত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দীনবন্ধুর কয়েক দিনের অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। সেই খবর জানাজানি হতেই গ্রামবাসীদের হাতে ধরা পড়ার ভয়ে রবিবার দীনবন্ধু জয়নগর স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে আটকায় স্থানীয়রা। এরপর কুলতলি থানার পুলিশকে খবর দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে খুনের রহস্য ফাঁস হয়। অভিযুক্ত দীনবন্ধু নিজের কৃৎকর্ম স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। যদিও পলাতক রয়েছে ধৃতের স্ত্রী। সোমবার ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 18, 2025 2:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট! রাতের অন্ধকারে মৃতদেহ নিয়ে যা করলেন প্রতিবেশী... তদন্তে নেমে চোখ কপালে পুলিশের