এছাড়াও এই স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী ও প্রসূতি মহিলাদের কথা ভেবে তৈরি করা হয়েছিল নতুন ভবন। সেই ভবনেও কোনো কাজ হয়না। এই হাসপাতালে আসা স্বাস্থ্যকর্মীরাও হাসপাতালের অবস্থা নিয়ে সন্তুষ্ট নয়। হাসপাতালের এই বেহাল দশা বিগত প্রায় ১০ বছর ধরে রয়েছে। এ নিয়ে স্থানীয় কাউন্সিলর তারকনাথ সাহা জানিয়েছেন, “হাসপাতালের অবস্থা বেহাল রয়েছে। তবে স্থানীয়রা নিজেদের এলাকার স্বাস্থ্যকেন্দ্রের নিয়ে অতটা চিন্তিত নয়। হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে সেই অর্থে স্থানীয়রা কেউ ভাবেন না।”
advertisement
আরও পড়ুন: সুন্দরবনে বিরল দৃশ্য…! শীত পড়তেই দল বেঁধে বেরিয়ে এল, পরের ঘটনা শুনলে আনন্দে লাফিয়ে উঠবেন
আরও পড়ুন: বিয়ের আগে ‘স্ট্রেস’? মানসিকভাবে বিধ্বস্থ লাগছে? নতুন জীবনের জন্য প্রস্তুতি নিন এইভাবে
তবে হাসপাতালের উন্নয়নের জন্য যেটেকু করার দরকার সেটুকু করবেন বলে তিনি জানিয়েছেন। এখন দেখার কবে এই স্বাস্থ্যকেন্দ্রটি তার রূপ ফিরে পায়।
নবাব মল্লিক