Mental Stress: বিয়ের আগে 'স্ট্রেস'? মানসিকভাবে বিধ্বস্থ লাগছে? নতুন জীবনের জন্য প্রস্তুতি নিন এইভাবে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
বিয়ের আগে নানা মানসিক সমস্যায় থাকেন হবু কনে। কীভাবে মোকাবিলা করবেন? পড়ুন
advertisement
বিয়ের প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সারা বাড়ি যেন উৎসবের আমেজে মেতে ওঠে। হবু কনেও ব্যস্ত হয়ে যায় শপিং নিয়ে। কত ধরনের যে প্ল্যানিং চলে...স্টেজ কীভাবে সাজানো হবে? কোন পার্লারে সাজ? কীভাবে চুল সেট করা হবে? কেমন গয়না, শাড়ি? একইসঙ্গে বিয়ের আগে বাড়তে থাকে মানসিক চাপ। কাজেই মানসিকভাবে প্রস্তুতি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
advertisement
নতুন একটি পরিবেশে যেতে হবে, নতুন পরিবারের সদস্যরা কেমন হবে? বিয়ের আগে এই বিষয়গুলো নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না। আগে নিজের পরিবারের সঙ্গে ভালো সময় কাটান। ঘরে বসে স্ট্রেস হলে সবাইকে নিয়ে বাইরে কোথাও খেতে যান, একসঙ্গে বসে বিয়ের প্ল্যান করুন,বিয়ের দায়িত্বগুলো সদস্যদের মধ্যে ভাগ করে দিন। এই ধরনের পারিবারিক আলোচনা মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে
advertisement
advertisement
অনেকেই বলেন, বিয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়া নাকি সম্ভব না। কিন্তু ঠিকভাবে প্ল্যানিং না করলে এই বিশেষ দিনটা ভেস্তে যাবে। তাই আপনাকে ও আপনার হবু জীবন সঙ্গীকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। বিয়ের আগে মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ একদমই যেন আপনাকে কাবু না করতে পারে, তাই সবসময় পজেটিভ থাকুন, হাসিখুশি থাকুন।