Sundarbans: সুন্দরবনে বিরল দৃশ্য...! শীত পড়তেই দল বেঁধে বেরিয়ে এল, পরের ঘটনা শুনলে আনন্দে লাফিয়ে উঠবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Suman Saha
Last Updated:
Sundarbans: সুন্দরবনে সচারচর এমন বিরলতম দৃশ্য দেখা যায় না। পর্যটনের মরশুমের শুরুতে দক্ষিণ রায়ের দেখা মেলায় খুশি পর্যটকেরা।
সুন্দরবন: রাজ্যে ইতিমধ্যেই প্রবেশ করেছে শীত। শীত মানেই চড়ুইভাতীর আমেজ। শীতের মৌসুমে পর্যটকদের জন্য খুলে গেল সুন্দরবন। ইতিমধ্যেই সুন্দরবনের শীতের হালকা আমেজকে উপভোগ করতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক ভিড় জমিয়েছে সুন্দরবনের। পর্যটকদের মনোরম বন্য পরিবেশ এবং বাঘ দেখার আশায় বহু পর্যটকেরা সুন্দরবনে এসে ভিড় জমায়।
সব পর্যটকদের ভাগ্যে দক্ষিণ রায়ের দর্শন পাওয়া হয়ে ওঠে না। কিন্তু কিছু কিছু ভাগ্যবান পর্যটক রয়েছে যারা শুধু একটা নয়, গোটা বাঘের পরিবারকে দেখতে পায়। এদিন একদল পর্যটক-এর ক্যামেরায় ক্যামেরাবন্দি হল দক্ষিণ রায়। গতকাল শীতের পড়ন্ত বিকেল বেলায় বনি ক্যাম্পে দুই শাবককে নিয়ে বাঘিনী বনি ক্যাম্পে বনদফতরের তৈরি করা কৃত্রিম জলাশয় জল খেতে হাজির হন। সেই সময় বনি ক্যাম্পে ঘুরতে গিয়েছিল একদল পর্যটক এই বিরল দৃশ্য পর্যটকরা ক্যামেরাবন্দি করে। এবং একসঙ্গে বাঘেদের পরিবারকে দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠেছে পর্যটকেরা। এই দৃশ্য দেখে খুশি বনি ক্যাম্পের বন কর্মী থেকে শুরু করে পর্যটকরা।
advertisement
advertisement
এক পর্যটক জানান, গতকাল জয়নগর থেকে বেশ কিছু পর্যটক বনি ক্যাম্পে ঘুরতে এসেছিল সেই সময় বনদফতরের তৈরি করা বাঘেদের জন্য যে কৃত্রিম মিষ্টি জলের জলাশয় করা হয়েছিল সেই জলাশয় একসঙ্গে তিনটে বাঘ জল খেতে এসেছিল। সচারচর এমন বিরলতম দৃশ্য দেখা যায় না। আমরা দেখি যে একটা মা বাঘিনী তার দুই শাবককে নিয়ে এই জলাশয় জল খেতে আসে। সেই দৃশ্য দেখে আমরা আনন্দে আত্মহারা হয়ে পড়ি।
advertisement
বহু পর্যটক সেই বিরল দৃশ্য তাদের ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর্যটকদের দর্শন দেওয়ার পর আবারও স্বমহিমায় জঙ্গলে ফিরে যায় শাবকদের নিয়ে মা বাঘিনিটি। আমরা এই দৃশ্য দেখে অনেকটাই আনন্দ পেয়েছি। সুন্দরবনে বাঘ দর্শন মানেই ভাগ্যের ব্যাপার। কলকাতা থেকে বহু পর্যটকেরা সুন্দরবনে ঘুরতে আসে কিন্তু তাদের ভাগ্যে বাঘ দর্শন থাকে না। আমরা দেখতে পেয়েছি তাই আমরা খুব আনন্দিত।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2024 11:01 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sundarbans: সুন্দরবনে বিরল দৃশ্য...! শীত পড়তেই দল বেঁধে বেরিয়ে এল, পরের ঘটনা শুনলে আনন্দে লাফিয়ে উঠবেন