TRENDING:

South 24 Parganas News: মাছ-কাঁকড়া ধরতে বেআইনি টাকা তোলার অভিযোগ, কাঠগড়ায় বন দফতর! সহ্যের সীমা ছাড়াতেই বড় পদক্ষেপ মৎস্যজীবীদের

Last Updated:

South 24 Parganas News: রসিদ ছাড়াই স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের অভিযোগ, প্রতি মাসে মাথাপিছু ২৫০ টাকা করে দিতে বাধ্য করা হচ্ছে। আরও টাকা দিতে অস্বীকার করলে ডোঙা ধরার সময় এক হাজার টাকা বা তারও বেশি জরিমানা চাওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডলঃ সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরতে বেআইনি টাকা তোলার অভিযোগ। বিপন্ন হাজারও মৎস্যজীবীর জীবন-জীবিকা। কুলতলি সহ সুন্দরবন অঞ্চলে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বন দফতরের বিরুদ্ধে বেআইনি টাকা তোলার গুরুতর অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা। তাঁদের দাবি, প্রতি মাসে মাথাপিছু ২৫০ টাকা করে দিতে বাধ্য করা হচ্ছে, অথচ তার কোনও রসিদ দেওয়া হচ্ছে না। অভিযোগ, আরও টাকা দিতে অস্বীকার করলে ডোঙা ধরার সময় এক হাজার টাকা বা তারও বেশি জরিমানা চাওয়া হয়, সেখানেও রসিদের কোনও ব্যবস্থা নেই।
প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ
প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ
advertisement

মৎস্যজীবীদের বক্তব্য, সরকারি নিয়ম মেনে টাকা নেওয়া হলে অবশ্যই রসিদ ও ব্যক্তিগত পারমিট দিতে হবে। কিন্তু বাস্তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পারমিটের আবেদন জমা দেওয়ার কথা থাকলেও চিতুরি বিট অফিস সেই আবেদন গ্রহণ করছে না বলে অভিযোগ উঠেছে। ফলে মাছ ধরতে নামলেই বন দফতরের কর্মীদের তাড়া খেতে হচ্ছে মৎস্যজীবীদের। শুধুমাত্র টাকা না দেওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দাবি তাঁদের।

advertisement

আরও পড়ুনঃ ‘ফুল না, মিষ্টি নিয়ে আসুন’! রামপুরহাটের মহকুমা শাসকের অফিসের বাইরে নোটিস, কারণ জানলে শ্রদ্ধা বেড়ে যাবে

এই অবস্থায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন সুন্দরবনের কয়েক হাজার মৎস্যজীবী পরিবার, যাদের জীবন ও জীবিকা সম্পূর্ণভাবে মাছ ও কাঁকড়ার উপর নির্ভরশীল। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীরা বন দফতরের অফিসে বিক্ষোভ দেখান। মৎস্যজীবী ইউনিয়নের নেতাদের দাবি, এই টাকা তোলা সম্পূর্ণ বেআইনি এবং সরকারি কর্মীদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

advertisement

ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর বলেন, মৎস্যজীবীদের উপর বন দফতরের এই আচরণ অত্যন্ত লজ্জাজনক এবং অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

কুলতলি সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক উদয় মণ্ডলের অভিযোগ, বন দফতরের আচরণ অমানবিক, প্রয়োজনে দল আন্দোলনে নামবে। অন্যদিকে তৃণমূল নেতা ও কুলতলি পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ শাহাজাদ শেখ বলেন, সাধারণ মানুষের পাশে তাঁরা আছেন এবং অভিযোগ খতিয়ে দেখা হবে। বিরোধীদের বক্তব্যকে অপপ্রচার বলেও কটাক্ষ করেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কত মানুষের প্রিয় খাবার! আর কি খাওয়াই যাবে না শুঁটকি মাছ? দিশেহারা মৎস্যজীবীরা, জানুন
আরও দেখুন

এই বিষয়ে ডিএফও নিশা গোস্বামী জানান, এমন কোন অভিযোগ পাইনি। বন দফতরের কর্মীদের বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মাছ-কাঁকড়া ধরতে বেআইনি টাকা তোলার অভিযোগ, কাঠগড়ায় বন দফতর! সহ্যের সীমা ছাড়াতেই বড় পদক্ষেপ মৎস্যজীবীদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল