TRENDING:

Poush Mela 2025: পৌষমেলায় শান্তিনিকেতনে হুড়মুড়িয়ে বাড়ছে হোটেল ভাড়া! বিশ্বভারতীর গেস্ট হাউসেও শুরু 'প্যাকেজ যুদ্ধ', মাথায় হাত পর্যটকদের

Last Updated:
Poush Mela 2025: লাফিয়ে লাফিয়ে বাড়ছে বোলপুর শান্তিনিকেতন এর হোটেল ভাড়া, পৌষ মেলায় বোলপুর এসে কোথায় থাকবেন?
advertisement
1/7
পৌষমেলায় শান্তিনিকেতনে হুড়মুড়িয়ে বাড়ছে হোটেল ভাড়া! বোলপুর এসে কোথায় থাকবেন?
আর হাতে গোনা কয়েকদিন পরেই বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষমেলা উৎসব। আর প্রত্যেক বছরের মতন এই বছর ও পৌষমেলায় রেকর্ড সংখ্যক পর্যটকের ভিড়ের আশা। প্রশাসনের অনুমান চলতি বছর প্রায় আট লক্ষ পর্যটক সমাগম হতে পারে। আর সেই কারণেই পাল্লা দিয়ে চড়ছে বোলপুর-শান্তিনিকেতনে হোটেল ও গেস্ট হাউসের ভাড়া।বেসরকারি হোটেলগুলিতে শুরু হয়েছে প্যাকেজ যুদ্ধ। সেই প্রতিযোগিতায় কোমড় বেঁধে নেমেছে বিশ্বভারতীর বিভিন্ন গেস্ট হাউসও।
advertisement
2/7
সূত্র মারফত জানা গিয়েছে, ২২ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত কবিগুরুর বোলপুর-শান্তিনিকেতনের অধিকাংশ বেসরকারি হোটেলে ঘরভাড়া এক লাফে দ্বিগুণ, কোথাও আবার তিনগুণ থেকে শুরু করে পাঁচগুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। এরই সঙ্গে আলাদা করে যোগ হচ্ছে জিএসটি ও খাবারের অতিরিক্ত খরচ। চড়া ভাড়ায় কার্যত জেরবার বোলপুর শান্তিনিকেতন ভ্রমণে আগত পর্যটকেরা।
advertisement
3/7
হোটেলের পাশাপাশি পরিবহণ খাতেও ভাড়া বেড়েছে। হোটেল, পরিবহণ সব কিছুতেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে উৎসবের আনন্দে চাপ পড়েছে পর্যটকদের পকেটে। তবে ২০২৪ সালের মতোই বোলপুর শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের পৌষমেলার আয়োজনে খুশি স্থানীয় ব্যবসায়ী ও হস্তশিল্পীরা। মেলা প্রাঙ্গণের কাছাকাছি প্রান্তিক, সোনাঝুরি ও শ্যামবাটি এলাকার হোটেলগুলিতে বুকিং প্রায় সম্পূর্ণ।
advertisement
4/7
হোটেল অ্যাসোসিয়েশন এর তরফ থেকে জানা গেছে পূর্বপল্লির মাঠ থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে এখন আর কোনও হোটেলেই ঘর খালি নেই। অনলাইন বুকিংও প্রায় শেষ পর্যায়ে। অন্যদিকে হাহাকার ট্রেনের টিকিট নিয়েও। হাওড়া থেকে বোলপুর-শান্তিনিকেতন কিংবা বোলপুর থেকে হাওড়াগামী ট্রেনগুলিতে টিকিট পাওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছে।
advertisement
5/7
বিশ্বভারতী এক্সপ্রেস, শান্তিনিকেতন এক্সপ্রেস, তারা মা এক্সপ্রেস, সহীদ এক্সপ্রেস ইন্টারসিটি এক্সপ্রেস-সহ প্রায় সব দ্রুতগামী ট্রেনেই দীর্ঘ ওয়েটিং লিস্ট। পর্যটকদের ভিড় সামাল দিতে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এখনও পর্যন্ত কোনও বিশেষ উদ্যোগের কথা ঘোষণা করেনি পূর্ব রেল। হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশীষ সাহা বলেন, " বছরের অন্যান্য সময় পর্যটকদের জন্য ভাড়া কম থাকে। শুধু পৌষমেলা ও বসন্ত উৎসবের সময় দীর্ঘ কয়েক বছর ধরেই শান্তিনিকেতনে প্যাকেজ পদ্ধতিতে ঘর ভাড়া দিচ্ছেন হোটেল মালিকেরা।"
advertisement
6/7
শান্তিনিকেতনের হোটেল ব্যবসায়ী বলেন, "অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী আগের মতোই দুটি প্যাকেজ রাখা হয়েছে। একটি ২৩ থেকে ২৫ ডিসেম্বর এবং অন্যটি ২৬ থেকে ২৮ ডিসেম্বর, প্রতিটি প্যাকেজ তিন দিনের। একদিন বা দু'দিনের জন্য আলাদা করে ঘর ভাড়া দেওয়া হচ্ছে না।"
advertisement
7/7
বিশ্বভারতী সূত্রে জানা যায়, পৌষমেলা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গেস্ট হাউস রতন কুটির, পূর্বপল্লী ও ইন্টারন্যাশনাল গেস্ট হাউসেও তিন দিনের প্যাকেজ চালু করা হয়েছে। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেট দিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই কারণেই কার্যত মাথায় হাত মধ্যবিত্ত পর্যটকদের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Poush Mela 2025: পৌষমেলায় শান্তিনিকেতনে হুড়মুড়িয়ে বাড়ছে হোটেল ভাড়া! বিশ্বভারতীর গেস্ট হাউসেও শুরু 'প্যাকেজ যুদ্ধ', মাথায় হাত পর্যটকদের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল