সূত্রের খবর, সমুদ্র থেকে চিংড়ি ধরা পড়ে, তা আর কিনছে না আমেরিকা। তাতে অনেকটাই মার খাচ্ছে ভারতের রফতানি ব্যবসা। আর্থিক ক্ষতি হচ্ছে বাংলারও। দেখা গিয়েছে চিংড়ি ধরতে গিয়ে জালে কচ্ছপ উঠছে। চিংড়ির সঙ্গে জালে কচ্ছপ ধরা পড়ছে না, এমন গ্যারান্টি দিলে তবেই তারা মাছ আমদানি করবে বলে জানিয়েছে।
আরও পড়ুন: কোন ‘ভিটামিনের’ অভাবে ‘হেয়ার ফল’ হয় জানেন…? সময় থাকতে সতর্ক হন, নইলে…!
advertisement
সমুদ্র থেকে চিংড়ি তোলার বিশেষ ব্যবস্থা রাখতে হবে জালে। এতে মৎস্যজীবীর জালে শুধু চিংড়ি ও অন্যান্য মাছ পড়বে, কচ্ছপ নয়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মৎস্যজীবীদের মধ্যে এই সংক্রান্ত সচেতনতা গড়তে রাজ্যে একাধিক শিবিরের আয়োজন করা হয়েছে।
সচেতনতার পাশাপাশি দেওয়া হচ্ছে সঠিক ট্রেনিং। ফলে আগের থেকে অনেক সঠিক পদ্ধতিতে চিংড়ির প্রসেসিং ও চিংড়ি ধরার মত কাজ করছে মৎস্যজীবীরা। যার ফলে শীঘ্রই অন্যান্য দেশের মত আমেরিকাতেও চিংড়ি রফতানি করা যাবে মনে করছেন সকলেই।
নবাব মল্লিক