এই ঘটনায় ৪ টি অস্থায়ী ছাউনি সম্পূর্ণ পুড়ে যায়। সাগরমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পরের দিনই এই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।একাধিক অস্থায়ী ছাউনি পুড়ে নষ্ট হয়ে ছে।
সাগরের ২ নম্বর স্নানঘাটের কাছে এই ঘটনা ঘটেছে। আগুন লাগার পর দ্রুত সেগুলি অস্থায়ী ছাউনিতে ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ, তথ্য ও সংস্কৃতি দফতর, সংবাদমাধ্যম এবং বজরং পরিষদের একাধিক অস্থায়ী শিবির।
advertisement
এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছেন সাগরের বিডিও কানাইয়াকুমার রায় সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। জানা গিয়েছে পুণ্যার্থীদের জন্য এই যাত্রী শেডগুলি নয়। গঙ্গাসাগর মেলায় প্রতি বছর যারা প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন তাঁদের জন্য প্রতিবছরই এখানে অস্থায়ী ছাউনি তৈরি হয়।
মূলত পুলিশের ছাউনি, সংবাদমাধ্যমের ছাউনি, তথ্য ও সংস্কৃতি দফতরের কর্মী ও আধিকারিকরা যেখানে থাকেন, সেই ছাউনি সহ এনজিওর কাজ করে যারা বজরং পরিষদ এবং খাবারের ব্যবস্থা করে এরকম বেশকিছু ক্যাম্প রয়েছে ২ নম্বর স্নানঘাট বরাবর।
প্লাস্টিক, বাঁশ দিয়ে ছাউনিগুলি ঘেরা থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অস্থায়ী ছাউনিগুলি গ্রাস করে নেয় আগুন। আগুন লাগার পর স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগালেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।





