East Bardhaman News: দামোদরের চরে 'গুপ্তধন' নয়, বালি খুঁড়তেই বেরিয়ে এল মদের পাহাড়! চক্ষু চড়কগাছ প্রশাসনের

Last Updated:
East Bardhaman News: যেন কোনও সিনেমার দৃশ্য! নদীর চরের বালি খুঁড়তেই বেরিয়ে আসছে একের পর এক ব্যারেল! তবে সোনা-দানা নয়, বালি নিচে লুকানো ছিল চোলাই মদের ভাণ্ডার।
1/5
যেন কোনও সিনেমার দৃশ্য! নদীর চরের বালি খুঁড়তেই বেরিয়ে আসছে একের পর এক ব্যারেল! তবে সোনা-দানা নয়, বালি নিচে লুকানো ছিল চোলাই মদের ভাণ্ডার। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
যেন কোনও সিনেমার দৃশ্য! নদীর চরের বালি খুঁড়তেই বেরিয়ে আসছে একের পর এক ব্যারেল! তবে সোনা-দানা নয়, বালি নিচে লুকানো ছিল চোলাই মদের ভাণ্ডার। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/5
জামালপুরে দমদরের চরে অভিযান আবগারি দফতর ও জামালপুর থানার পুলিশের। দামোদরের চরে জেসিবি মেশিন দিয়ে বালি তুলতে উদ্ধার একাধিক চোলাই মদ ভর্তি ব্যারেল।
জামালপুরে দমদরের চরে অভিযান আবগারি দফতর ও জামালপুর থানার পুলিশের। দামোদরের চরে জেসিবি মেশিন দিয়ে বালি তুলতে উদ্ধার একাধিক চোলাই মদ ভর্তি ব্যারেল।
advertisement
3/5
আবগারি দফতর ও জামালপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দামোদরের চরে বালির নিচে ব্যারেল ভর্তি মদ ও মদ তৈরির উপকরণ পুঁতে রাখা হয়েছিল, যাতে উপর থেকে বোঝার কোনও উপায় না থাকে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার জামালপুরে জামদহ ঘাট, চলবলপুর ঘাট, হৈবতপুর ঘাট ও চক্ষনজাদিতে দামোদরের চরে যৌথ অভিযান চালায় আবগারি দফতর ও জামালপুর থানার পুলিশ।
আবগারি দফতর ও জামালপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দামোদরের চরে বালির নিচে ব্যারেল ভর্তি মদ ও মদ তৈরির উপকরণ পুঁতে রাখা হয়েছিল, যাতে উপর থেকে বোঝার কোনও উপায় না থাকে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার জামালপুরে জামদহ ঘাট, চলবলপুর ঘাট, হৈবতপুর ঘাট ও চক্ষনজাদিতে দামোদরের চরে যৌথ অভিযান চালায় আবগারি দফতর ও জামালপুর থানার পুলিশ।
advertisement
4/5
জেসিবি দিয়ে বালি তুলতেই বেড়িয়ে আসে একের পর এক চোলাই মদের ব্যারেল। ব্যারেল থেকে উদ্ধার হয় ৬০ লিটার চোলাই মদ ও ৪০৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ।
জেসিবি দিয়ে বালি তুলতেই বেড়িয়ে আসে একের পর এক চোলাই মদের ব্যারেল। ব্যারেল থেকে উদ্ধার হয় ৬০ লিটার চোলাই মদ ও ৪০৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ।
advertisement
5/5
মেমারি রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর বলেন, জেসিবি মেশিন দিয়ে বালি সরিয়ে ব্যারেল ভর্তি চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। সেগুলি নষ্ট করা হয়েছে। আগামী দিনের এই ধরনের আরও অভিযান চালান হবে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
মেমারি রেঞ্জের ডেপুটি এক্সাইজ কালেক্টর বলেন, জেসিবি মেশিন দিয়ে বালি সরিয়ে ব্যারেল ভর্তি চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। সেগুলি নষ্ট করা হয়েছে। আগামী দিনের এই ধরনের আরও অভিযান চালান হবে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
advertisement
advertisement