TRENDING:

South 24 Parganas News: বেহাল নামখানার পচামুড়ি খালের কাঠের সেতু, অসুবিধা স্থানীয়দের

Last Updated:

নামখানার পচামুড়ি খালের কাঠের সেতুর বেহাল দশা। আর যার জেরে অসুবিধায় পড়েছেন স্থানীয়রা‌।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নামখানা: নামখানার পচামুড়ি খালের কাঠের সেতুর বেহাল দশা। আর যার জেরে অসুবিধায় পড়েছেন স্থানীয়রা‌। বর্তমানে স্থানীয় বাসিন্দারা দ্রুত এই সেতু সংস্কারের দাবিতে সরব হয়েছেন।সূত্রের খবর, গ্রামে একটি মাত্র কাঠের সেতু রয়েছে। সেটিও দীর্ঘ ছয় মাস ধরে বেহাল অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের।
advertisement

আরও পড়ুন: মাছের পুকুরে পানিফল! উপরি রোজগারের পথ দেখাচ্ছে জয়নগর

এমন অবস্থা নামখানা ব্লকের বুদাখালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফটিক পুর গ্রামে। মূল ভূখণ্ডের সঙ্গে এই গ্রাম টিকে বিচ্ছিন্ন করে রেখেছে পচামুড়ি খাল। খালটির অপর প্রান্তে রাজনগর গ্রাম।গ্রামবাসীদের অভিযোগ গুরুত্বপূর্ণ এই পচামুড়ি খালের উপরে কাঠের সেতুটি ছয় মাস আগে ভেঙে বসে গিয়েছে। এই সেতু সংস্কারের ব্যাপারে একাধিকবার গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি কখনও। গ্রামবাসীরা বর্তমানে এই কাঠের সেতুর স্থলে পাকা সেতু তৈরি করার দাবি তুলেছেন।

advertisement

বর্তমানে সেতুটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেখানে। গ্রামবাসীরা জানিয়েছেন যদি এই সেতুটি ভেঙে পড়ে, তাহলে প্রায় তিন কিলোমিটার এর বেশি ঘুরে যেতে হবে মূল ভূখণ্ডে। সেক্ষেত্রে একাধিক সমস্যা হবে। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বেহাল নামখানার পচামুড়ি খালের কাঠের সেতু, অসুবিধা স্থানীয়দের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল