আরও পড়ুন: মাছের পুকুরে পানিফল! উপরি রোজগারের পথ দেখাচ্ছে জয়নগর
এমন অবস্থা নামখানা ব্লকের বুদাখালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফটিক পুর গ্রামে। মূল ভূখণ্ডের সঙ্গে এই গ্রাম টিকে বিচ্ছিন্ন করে রেখেছে পচামুড়ি খাল। খালটির অপর প্রান্তে রাজনগর গ্রাম।গ্রামবাসীদের অভিযোগ গুরুত্বপূর্ণ এই পচামুড়ি খালের উপরে কাঠের সেতুটি ছয় মাস আগে ভেঙে বসে গিয়েছে। এই সেতু সংস্কারের ব্যাপারে একাধিকবার গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোন কাজ হয়নি কখনও। গ্রামবাসীরা বর্তমানে এই কাঠের সেতুর স্থলে পাকা সেতু তৈরি করার দাবি তুলেছেন।
advertisement
বর্তমানে সেতুটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ফলে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে গ্রামবাসীদের। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেখানে। গ্রামবাসীরা জানিয়েছেন যদি এই সেতুটি ভেঙে পড়ে, তাহলে প্রায় তিন কিলোমিটার এর বেশি ঘুরে যেতে হবে মূল ভূখণ্ডে। সেক্ষেত্রে একাধিক সমস্যা হবে। এখন দেখার কবে এই সমস্যার সমাধান হয়।
নবাব মল্লিক