আর বর্তমানে দক্ষিণ ২৪ পরগনার সেই স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা। চিকিৎসকদের কোয়ার্টারটিও বেহাল। হাসপাতালের মধ্যে যেখানে সেখানে পড়ছে জল। চিকিৎসকদের কোয়ার্টারে যাতে জল না পড়ে সেজন্য ছাদ ঢাকা হয়েছে ত্রিপলে।
আরও পড়ুন: ডোবা না রাস্তা…! কোন পথে চলবে যানবাহন, খুঁজেই পান না চালকরা, পরিস্থিতির বদল চাইছেন গ্রামবাসীরা
advertisement
এই পরিস্থিতিতে চিকিৎসক থেকে আরম্ভ করেই স্বাস্থ্যকর্মীরা সকলেই দিনরাত্রি আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন। মাঝেমধ্যেই খসে পড়ছে ছাদের চাঙড়, ঘরেই পড়ছে জল উপরের ত্রিপলের ছাউনি দিয়ে কোন রকমের দড়ি বেঁধে রাখা হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ নিয়ে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সিএমওএইচ ডঃ জয়ন্ত সুকুল জানান, “সম্প্রতি বিএমওএইচ স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেছেন। আগামী দিনে এখানে ১০ শয্যার পরিবর্তে এখানে ৩০ শয্যার হাসপাতালের অনুমতি মিলেছে স্বাস্থ্য দফতরের কাছ থেকে। ইতিমধ্যেই মাটি পরীক্ষা হয়েছে। কাজ শুরু হবে খুব শীঘ্রই।”
নবাব মল্লিক