South 24 Parganas News: ডোবা না রাস্তা...! কোন পথে চলবে যানবাহন, খুঁজেই পান না চালকরা, পরিস্থিতির বদল চাইছেন গ্রামবাসীরা

Last Updated:

South 24 Parganas News: রাস্তায় জল জমে অসুবিধা স্থানীয়দের। এই অবস্থার পরিবর্তন চাইছেন সকলেই। রাস্তার হাল আগে থেকেই খারাপ অবস্থায় ছিল।

+
বেহাল

বেহাল রাস্তা

দক্ষিণ ২৪ পরগনা: কনকনদিঘির রাস্তায় জল জমে অসুবিধা স্থানীয়দের। এই অবস্থার পরিবর্তন চাইছেন সকলেই। রাস্তার হাল আগে থেকেই খারাপ অবস্থায় ছিল। কিন্তু বর্তমানে সেই রাস্তায় জল জমে অসুবিধা হচ্ছে।
দীর্ঘদিন এই রাস্তা খারাপ অবস্থায় রয়েছে। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি প্রতিদিন কয়েক হাজার মানুষ ব্যবহার করেন। রাস্তা না সারানোয় বড় গাড়ি সহজে যেতে চায় না রাস্তা দিয়ে।
advertisement
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর দুই ব্লকের এই রাস্তায় পিচের আস্তরণ অনেক আগেই উঠে গিয়েছে। রাস্তাজুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এই পথে একাধিক গ্রাম আছে। আছে একাধিক প্রাইমারি ও হাইস্কুল রয়েছে। গুরুত্বপূর্ণ জটা যোগেন্দ্রপুর হাইস্কুল এই রাস্তার পাশে রয়েছে। যাওয়া যায় দমকল খেয়াঘাট ও মাঝের খেয়াতে। সংযোগ রক্ষা হয় কুলতলি ব্লকের সঙ্গে। স্থানীয়দের অভিযোগ রাস্তা তো সারান হয় না একেবারেই। কিন্তু বারবার দেওয়া হয় আশ্বাস।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফলে বর্ষার সময় জল জমে সেগুলি ডোবার আকার নেয়। রাস্তায় গাড়ি চালানোর সময় বোঝা যায় না রাস্তার কোন অংশ দিয়ে গাড়ি চালাতে হবে। সন্ধ্যার পর গাড়ি চলাচল একেবারে বন্ধ হয়ে যায় বললেই চলে। খুব দরকার ছাড়া সন্ধ্যার পর বের হন না কেউই। এই রাস্তার গুরুত্ব বিবেচনা করে দ্রুত রাস্তা সারানোর আবেদন করেছেন সকল গ্রামবাসী। এখন দেখার কবে সারান হয় এই রাস্তা।
advertisement
নবাব মল্লিক
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ডোবা না রাস্তা...! কোন পথে চলবে যানবাহন, খুঁজেই পান না চালকরা, পরিস্থিতির বদল চাইছেন গ্রামবাসীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement