এদিন বারুইপুর স্টেশন পরিদর্শনে এসে একথা বলেন তিনি। এদিন তিনি বারুইপুর স্টেশনের চারটি প্লাটফর্মই ঘুরে দেখেন। রেলের জায়গায় তৈরি করা অটো স্ট্যান্ডও পরিদর্শন করেন। এখানকার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন বারুইপুর স্টেশনের অফিসারদের সঙ্গে। যদিও যাত্রীদের তরফে তাঁর কাছে অভিযোগ করা হয় যে, অফিস টাইমে বারুইপুর স্টেশনের চার নম্বর প্লাটফর্মের টিকিট কাউন্টার বন্ধ থাকে। যদিও তিনি সেকথা উড়িয়ে দিয়ে বলেন, টিকিট কাটার ভেন্ডিং মেশিন চালু আছে। সেখানে কর্মীও আছেন। তাই অসুবিধা নেই।
advertisement
এদিন ডিআরএমের পরিদর্শনকে কেন্দ্র করে বারুইপুর স্টেশন পরিষ্কার পরিছন্ন রাখা হয়। যাত্রীদের অভিযোগ, প্রতিদিনই যাতে এমন পরিষ্কার রাখা যায়, সেদিকে স্টেশন কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। এদিন ডিআরএম জানান, স্টেশনটির কী কী উন্নয়ন করা যায়, তা দেখা হল। এরপর পরিকল্পনা করে সাজানো হবে একে। বারুইপুরের পাশাপাশি ধপধপি, নামখানা স্টেশনও পরিদর্শন করেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রেলের তরফে দেশের বিভিন্ন স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় সাজিয়ে তোলার কাজ চালানো হচ্ছে। আর এসবের মধ্যেই বারুইপুর স্টেশনকে সাজানো নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে যাত্রীদের বারবার দাবি, শুধু স্টেশন সাজিয়ে চলবে না, সঙ্গে পাল্লা দিয়ে দরকার ট্রেনেরও। নাহলে যাত্রী ভোগান্তি কোনওদিন কমবে না।






