উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত পাম্প ভিলেজে হয়েছে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, লাইসেন্স প্রাপ্ত আগ্নে*য়াস্ত্র পরিষ্কার করার সময় গু*লিবিদ্ধ হন লাইসেন্সধারী। এই ঘটনায় সকলেই হকচকিয়ে যান। যদিও র*ক্তাক্ত অবস্থা ওই যুবককে স্থানীয় মানুষজন উদ্ধার করে প্রথমে আমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে যান।
advertisement
যদিও সেখান থেকে আহতকে পরে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে ফের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে কীভাবে হল এমন কাণ্ড, সেই তথ্য পেতে ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
আরও পড়ুন : সরকারি টাকায় ‘দায়সারা’ কাজ! হতে না হতেই বসে গেল রাস্তা! পরিদর্শনে গিয়ে ফ্যাঁসাদে ইঞ্জিনিয়াররা
একজন লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে এমন ঘটনায় রীতিমতো অবাক হয়ে গিয়েছেন সকলে। কেউ কেউ আবার এই ঘটনা নিয়ে সন্দেহপ্রকাশ করেছেন। পাশাপাশি আহত ব্যক্তির স্বাস্থ্য চিন্তায় রেখেছে পরিবার ও আত্মীয়দের। পুলিশ খতিয়ে দেখছে, এটি নিছকই দুর্ঘটনা নাকি লুকিয়ে রয়েছে অন্য কোনও কারণ।