TRENDING:

West Bengal News: মায়ের ইচ্ছে পূরণে এই ছেলে যা করলেন, তারিফ করছে গোটা পাড়া

Last Updated:

West Bengal News: এই মানুষগুলোর মুখে একটু হাসি দেখলে অনেকটাই মিলে তৃপ্তি। সেই তৃপ্তির হাসি দেখতে চেয়েছিলেন হাবড়ার শঙ্করী সাহা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: রাজ্যের বিভিন্ন প্রান্তে স্টেশন ও হাট-বাজারে দেখতে পাওয়া যায় বহু দুঃস্থ ভবঘুরেদের (West Bengal News)। আধপেটা খেয়ে কোনরকমে দিন গুজরান করেন তারা। শীতের রাতে কষ্ট পেতেও দেখা যায় তাদের। এহেন দুঃস্থ মানুষদের কথা ক'জনইবা ভাবেন। তবে এই মানুষগুলোর মুখে একটু হাসি দেখলে অনেকটাই মিলে তৃপ্তি। সেই তৃপ্তির হাসি দেখতে চেয়েছিলেন হাবড়ার শঙ্করী সাহা।
কী করলেন ছেলে?
কী করলেন ছেলে?
advertisement

তাই ছেলের কাছে জানিয়েছিলেন এবারে কোন এক বিশেষ দিনে এরকম দুস্থ মানুষদের খাওয়াতে চান তিনি। মায়ের এই ইচ্ছার কথা শত কাজের মধ্যেও ভোলেননি ছেলে। এদিন ছিল মায়ের জন্মদিন। মায়ের জন্মদিন বলে কথা, তাই মায়ের জন্মদিনে দুঃস্থ ও বৃদ্ধাশ্রম এর মানুষদের খাইয়ে দিনটিকে পালন করলেন ছেলে সুদীপ সাহা সহ পরিবারের অন্যান্য সদস্যরা।

advertisement

আরও পড়ুন: অপেক্ষা করছে কড়া শাস্তি, ফিরহাদের হুঁশিয়ারিতে তৃণমূলের অন্দরে বিরাট ঝড়

সকালে উঠে নিজে হাতে রান্নার আয়োজন করেন শঙ্করী দেবী। মেনুতে ছিল নানান পদ। হাবড়া বানিপুর এলাকার বাসিন্দা বছর সত্তরের শঙ্করী সাহা। ছেলে ও পরিবারের আবদারে প্রতিবছর ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেও এবছর একটু অন্যভাবেই জন্মদিন পালনের ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর মায়ের ইচ্ছে পূরণে ছেলেও সম্মতি জানিয়ে আয়োজন করেছিলেন দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার।

advertisement

আরও পড়ুন: 'এখন অন্য হাওয়া', এসেছিল বার্তা, কেন বিজেপি-তে যোগ দিয়েছিলেন বাপ্পি লাহিড়ি?

আয়োজনে ছিল না ত্রুটি। রান্না করা খাবার নিয়ে যাওয়া হয় স্থানীয় দুটি বৃদ্ধাশ্রমে। সেখানেও তৃপ্তি করে খাবার খেলেন প্রায় পঞ্চাশ জন বৃদ্ধ বৃদ্ধা। এদিন হাবড়া স্টেশনে প্রায় সত্তর জন ভবঘুরের হাতেও খাবার তুলে দিলেন সাহা পরিবারের সদস্যরা। খাবার হাতে পেয়ে তৃপ্তির হাসি দেখা গেল ভবঘুরেদের মুখেও।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: মায়ের ইচ্ছে পূরণে এই ছেলে যা করলেন, তারিফ করছে গোটা পাড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল