Bappi Lahiri: 'এখন অন্য হাওয়া', এসেছিল বার্তা, কেন বিজেপি-তে যোগ দিয়েছিলেন বাপ্পি লাহিড়ি?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bappi Lahiri: মিঠুন যখন রাজ্যসভার প্রার্থী হয়ে নাম লিখিয়েছিলেন তৃণমূল শিবিরে, তখন কলকাতা থেকে লোকসভার প্রার্থী হওয়ার লক্ষ্য নিয়েই বিজেপি-তে যোগ দিয়েছিলেন বাপ্পি লাহিড়ি৷
#কলকাতা: সুরের আকাশে একের পর এক তারার খসে যাওয়া৷ এসেই চলেছে একের পর এক দুঃসংবাদ ৷ লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর এবার প্রয়াত বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Passes Away)। অথচ শুধু সঙ্গীত নয়, রাজনীতির জগতেও হাত পাকিয়েছিলেন বাপ্পি দা। বলিউডের মতো রাজনীতির ময়দানেও জমির লড়াইটা প্রায় একসঙ্গেই শুরু করেছিলেন ‘ডিস্কো ডান্সার’ মিঠুন চক্রবর্তী ও বলিউডের ‘ডিস্কো কিং’ বাপ্পি লাহিড়ি। মিঠুন যখন রাজ্যসভার প্রার্থী হয়ে নাম লিখিয়েছিলেন তৃণমূল শিবিরে, তখন কলকাতা থেকে লোকসভার প্রার্থী হওয়ার লক্ষ্য নিয়েই বিজেপি-তে যোগ দিয়েছিলেন বাপ্পি লাহিড়ি৷
বিজেপি-র সর্বভারতীয় সভাপতি তখন রাজনাথ সিং। তাঁর উপস্থিতিতে বাপ্পি লাহিড়ি বিজেপি-তে যোগ দিয়েছিলেন৷ নরেন্দ্র মোদি ও রাজনাথকে নিয়ে গান গেয়েও শুনিয়েছিলেন তিনি। ২০০৪ সালে তিনি অবশ্য কংগ্রেসে যোগ দিয়েছিলেন৷ সেই সময় স্ত্রী, পুত্র-কন্যাকে নিয়ে দিল্লির ২৪ আকবর রোডে কংগ্রেস সদর দফতরে গিয়ে সনিয়া গান্ধির দলে নাম লিখিয়েছিলেন তিনি৷ কংগ্রেস থেকে বিজেপি-তে আসার কারণ জানিয়ে বাপ্পি লাহিড়ি বলেছিলেন, ‘এখন অন্য হাওয়া৷ আর আমি দেশের সেবা করতেই বিজেপি-তে এসেছি৷’
advertisement
advertisement
বিজেপি-তে যোগ দিয়েই বাপ্পি লাহিড়ি জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের কোনও একটা লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়াটাই ছিল তাঁর আসল ইচ্ছে৷ এ জন্য কংগ্রেস নেতৃত্বের সঙ্গেও কথাবার্তা চালিয়েছিলেন তিনি৷ কিন্তু শেষ পর্যন্ত বিজেপি-র তরফ থেকেই ডাক পান তিনি। আর প্রার্থী হওয়ার প্রস্তাব আসায় তা লুফেও নেন বাপ্পি৷ ২০১৪ সালে শ্রীরামপুর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে বিজেপি। কিন্তু জিততে পারেননি তিনি।
advertisement
২০১৪-র লোকসভা ভোটের আগে বিজেপির জন্য গান গেয়েছিলেন তিনি। গেয়েছিলেন, ‘‘রাজনাথজি কে স্বপ্নে হোঙ্গে সাকার, করেঙ্গে মোদিজি চমৎকার!’’ পরে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর কেন্দ্র থেকে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন গায়ক বাপ্পি লাহিড়ি। কিন্তু ভোটে সেই যে হেরেছেন, তার পর আর বাপ্পির গান শোনার সৌভাগ্য হয়নি বিজেপির। এরপর বিজেপি-র তরফে তাঁকে এ রাজ্যের রাজ্য কমিটি থেকেও ছেঁটে ফেলে বিজেপি নেতৃত্ব।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 16, 2022 1:30 PM IST