Bappi Lahiri Passes Away: অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় মৃত্যু হল বাপ্পি লাহিড়ির, কি সেই রোগ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Bappi Lahiri Death: এই রোগের কারণে নিঃশ্বাস -প্রশ্বাস থেমে গিয়ে ফের শুরু হয় আর এটা হয় ঘুমের সময়৷
#কলকাতা: সুরের আকাশে একের পর এক তারার খসে যাওয়া৷ এসেই চলেছে একের পর এক দুঃসংবাদ ৷ লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর এবার প্রয়াত বাপ্পি লাহিড়ি (Bapi Lahiri Passes Away)। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বাপ্পি লাহিড়ির মৃত্যুর কারণ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনেয়া (obstructive sleep apnea )৷
বছর খানেক আগে করোনা সংক্রমণ থেকে সেরে উঠেছিলেন বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)৷ কিন্তু গত একমাস ধরে বিভিন্ন কারণে অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন তিনি৷ সোমবার তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে ছেড়ে দেওয়া হয়৷ কিন্তু এরপর মঙ্গলবার ফের অসুস্থ হওয়ায় তাঁকে জুহুর হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু সেই লড়াই আর শেষ জেতা হল না তাঁর মাত্র ৬৯ বছরে মারা (Bappi Lahiri Death) গেলেন তিনি৷
advertisement
advertisement
কিন্তু কি এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনেয়া (obstructive sleep apnea )- এটা খুবই সাধারণ ঘুম সংক্রান্ত সমস্যা৷ এই রোগের কারণে নিঃশ্বাস -প্রশ্বাস থেমে গিয়ে ফের শুরু হয় আর এটা হয় ঘুমের সময়৷
advertisement
স্লিপ অ্যাপনেয়ার (obstructive sleep apnea ) বিভিন্ন ধরণ হয়৷ এর মধ্যে সবচেয়ে কমন এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনেয়া৷ গলার মাংসপেশি-র রিল্যাক্স ও ব্লক হয় ঘুমের সময়৷ এই রোগ থাকলে তার সবচেয়ে কমন সিম্পটম হল ঘুমের সময় নাক ডাকা৷
advertisement
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনেয়া (obstructive sleep apnea ) -র অসুস্থতা-র চিকিৎসাও হয়৷ ঘুমের মধ্যে এয়ারওয়েতে পজিটিভ প্রেসার তৈরি হয়৷ মাউথপিস থ্রাস্ট দিতে হয় নিচের চোয়ালে৷ কোনও কোনও ক্ষেত্রে চোয়ালের অপারেশনেও করতে হয়৷
১৯৭০-'৮০-এর দশকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন বাপ্পি লাহিড়ি৷ 'ডিস্কো ড্যান্সার', 'শরাবি', 'চলতে চলতে'- তালিকাটা দীর্ঘ৷ আবার বাংলাতেও গুরুদক্ষিণা, ওগো বধূ সুন্দরী-র মতো জনপ্রিয় ছবির হিট গানের সঙ্গে জড়িয়ে রয়েছে বাপ্পি লাহিড়ির নাম ৷ হিন্দির মতো বাংলা সিনেমার সঙ্গীতকেও একই ভাবে সমৃদ্ধ করেছেন তিনি৷ ২০২০ সালে হিন্দি ছবি 'বাগি থ্রি'-তে শেষবার বলিউডের কোনও ছবিতে সুর দিয়েছিলেন বাপ্পি লাহিড়ি ৷
Location :
First Published :
February 16, 2022 11:17 AM IST