Bappi Lahiri Passes Away: ‘ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যায়ার’ ডিস্কো ডান্সার থেকে বাগি ৩- বাপ্পি লাহিড়ির ফেমাস হিট

Last Updated:

Bappi Lahiri Passes Away: অমিতাভ বচ্চন থেকে মিঠুন চক্রবর্তী - হয়ে বরুণ ধাওয়ান -টাইগার শ্রফ, বাপ্পি লাহিড়ির সুরের জাদুতে সিলভার স্ক্রিন মাতিয়েছেন সকলেই৷ বলিউডের পাশাপাশি টলিউডেও একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি৷

Bappi Lahiri passed away, Know some biggest superhits of Bappi Lahiri, Listen to fmous songs- Photo- File
Bappi Lahiri passed away, Know some biggest superhits of Bappi Lahiri, Listen to fmous songs- Photo- File
#মুম্বই: বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Passes Away) বাংলার সীমা ছাড়িয়ে মুম্বইয়ের সঙ্গীত জগতে সাফল্যের সিঁড়ি চড়েছিলেন দুরন্ত গতিতে৷ মাত্র ১৯ বছর বয়সে মুম্বইতে পাড়ি দেন , মিঠুন চক্রবর্তী (Mithun Chakravarty) অমিতাভ বচ্চন হয়ে হাল আমলের টাইগার শ্রফ (Tiger Shroff) একের পর এক বলিউড সুপারহিট দিয়েছেন বাংলার অপরেশ লাহিড়ির ছেলে৷ সঙ্গীতের জগতে এক ইন্দ্রপতনের সংবাদের মধ্যেই বুধবার সকালে বাপ্পি লাহিড়ির মৃত্যুর (Bappi Lahiri Passes Away) খবরে আরও একবার  শোকস্তব্ধ হল বাঙালি৷
মূলত ডিস্কো গানে বলিউডে একেবারে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করা কিন্তু একেবারে অন্যরকমের গানও তাঁর থেকে বেরিয়েছে৷
advertisement
কিশোর কুমারের চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা এই গানের সুরকার বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Songs)৷
advertisement
মিঠুন চক্রবর্তী, ডিস্কো ডান্সারের দুরন্ত সাফল্য যার হাত ধরে তিনি বাপ্পি লাহিড়ি৷ ছবির সব গানই সুপারহিট৷ ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যায়ার গান  (Bappi Lahiri Songs) মাতিয়েছে গোটা ভারতকে৷
advertisement
বলিউড ছবিতে একদিকে যেমন চূড়ান্ত সাফল্য তেমনিই টলিউডে একের পর এক বাংলা ছবিতেও সাফল্যের সঙ্গে মিউজিক দিয়েছেন তিনি৷ আমার তুমি - প্রসেনজিতের সুপার হিটে তাঁর মিউজিক ছিল দুরন্ত৷
advertisement
বাংলার সুপারহিট গান মনে করলে মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভুকে কখনই বাঙালি ভুলতে পারবে না৷
advertisement
অমিতাভ বচ্চনের শরাবি ছবিতেও বাপ্পি লাহিড়ের সঙ্গীত একেবারে এখনও সঙ্গীতপ্রেমী জনতার মনে অমলিন৷
তাঁর তামা তামা লোগে একসময়ের সুপারহিট গান তামা তামা লোগে, হাল আমলেও তিনি নিজেই নিজের গানকে রিমিক্স করে বদ্রিনাথ কে দুলহনিয়ায় ফের ব্যবহার করে সুপারহিট করেছেন৷
advertisement
২০২০ তে বাগি ২ ছবিতে শেষ গান করেছেন বাপ্পি লাহিড়ি৷ টাইগার শ্রফ ও দিশা পাটানির ডান্স নাম্বারের নেপথ্য কারিগর বাপ্পি লাহিড়ি৷
advertisement
৩ বছরে তবলায় হাতে খড়ি দিয়ে সঙ্গীত জীবনের শুরু৷ সেই সুরের যাত্রা ৬৯ বছরে থেমে গেল৷  প্রয়াত বাপ্পি  লাহিড়ি৷ তাঁর নশ্বর শরীর না থাকলেও তাঁর সঙ্গীত থাকবে যতদিন তাঁর গানও  (Bappi Lahiri Songs) থাকবে৷ কারণ শিল্প চিরকালীন , শিল্প কখনও থেমে থাকে না৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bappi Lahiri Passes Away: ‘ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যায়ার’ ডিস্কো ডান্সার থেকে বাগি ৩- বাপ্পি লাহিড়ির ফেমাস হিট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement