Bappi Lahiri Passes Away: ‘ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যায়ার’ ডিস্কো ডান্সার থেকে বাগি ৩- বাপ্পি লাহিড়ির ফেমাস হিট

Last Updated:

Bappi Lahiri Passes Away: অমিতাভ বচ্চন থেকে মিঠুন চক্রবর্তী - হয়ে বরুণ ধাওয়ান -টাইগার শ্রফ, বাপ্পি লাহিড়ির সুরের জাদুতে সিলভার স্ক্রিন মাতিয়েছেন সকলেই৷ বলিউডের পাশাপাশি টলিউডেও একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি৷

Bappi Lahiri passed away, Know some biggest superhits of Bappi Lahiri, Listen to fmous songs- Photo- File
Bappi Lahiri passed away, Know some biggest superhits of Bappi Lahiri, Listen to fmous songs- Photo- File
#মুম্বই: বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Passes Away) বাংলার সীমা ছাড়িয়ে মুম্বইয়ের সঙ্গীত জগতে সাফল্যের সিঁড়ি চড়েছিলেন দুরন্ত গতিতে৷ মাত্র ১৯ বছর বয়সে মুম্বইতে পাড়ি দেন , মিঠুন চক্রবর্তী (Mithun Chakravarty) অমিতাভ বচ্চন হয়ে হাল আমলের টাইগার শ্রফ (Tiger Shroff) একের পর এক বলিউড সুপারহিট দিয়েছেন বাংলার অপরেশ লাহিড়ির ছেলে৷ সঙ্গীতের জগতে এক ইন্দ্রপতনের সংবাদের মধ্যেই বুধবার সকালে বাপ্পি লাহিড়ির মৃত্যুর (Bappi Lahiri Passes Away) খবরে আরও একবার  শোকস্তব্ধ হল বাঙালি৷
মূলত ডিস্কো গানে বলিউডে একেবারে নিজের সাম্রাজ্য প্রতিষ্ঠা করা কিন্তু একেবারে অন্যরকমের গানও তাঁর থেকে বেরিয়েছে৷
advertisement
কিশোর কুমারের চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা এই গানের সুরকার বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri Songs)৷
advertisement
মিঠুন চক্রবর্তী, ডিস্কো ডান্সারের দুরন্ত সাফল্য যার হাত ধরে তিনি বাপ্পি লাহিড়ি৷ ছবির সব গানই সুপারহিট৷ ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যায়ার গান  (Bappi Lahiri Songs) মাতিয়েছে গোটা ভারতকে৷
advertisement
বলিউড ছবিতে একদিকে যেমন চূড়ান্ত সাফল্য তেমনিই টলিউডে একের পর এক বাংলা ছবিতেও সাফল্যের সঙ্গে মিউজিক দিয়েছেন তিনি৷ আমার তুমি - প্রসেনজিতের সুপার হিটে তাঁর মিউজিক ছিল দুরন্ত৷
advertisement
বাংলার সুপারহিট গান মনে করলে মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভুকে কখনই বাঙালি ভুলতে পারবে না৷
advertisement
অমিতাভ বচ্চনের শরাবি ছবিতেও বাপ্পি লাহিড়ের সঙ্গীত একেবারে এখনও সঙ্গীতপ্রেমী জনতার মনে অমলিন৷
তাঁর তামা তামা লোগে একসময়ের সুপারহিট গান তামা তামা লোগে, হাল আমলেও তিনি নিজেই নিজের গানকে রিমিক্স করে বদ্রিনাথ কে দুলহনিয়ায় ফের ব্যবহার করে সুপারহিট করেছেন৷
advertisement
২০২০ তে বাগি ২ ছবিতে শেষ গান করেছেন বাপ্পি লাহিড়ি৷ টাইগার শ্রফ ও দিশা পাটানির ডান্স নাম্বারের নেপথ্য কারিগর বাপ্পি লাহিড়ি৷
advertisement
৩ বছরে তবলায় হাতে খড়ি দিয়ে সঙ্গীত জীবনের শুরু৷ সেই সুরের যাত্রা ৬৯ বছরে থেমে গেল৷  প্রয়াত বাপ্পি  লাহিড়ি৷ তাঁর নশ্বর শরীর না থাকলেও তাঁর সঙ্গীত থাকবে যতদিন তাঁর গানও  (Bappi Lahiri Songs) থাকবে৷ কারণ শিল্প চিরকালীন , শিল্প কখনও থেমে থাকে না৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bappi Lahiri Passes Away: ‘ইয়াদ আ রাহা হ্যায় তেরা প্যায়ার’ ডিস্কো ডান্সার থেকে বাগি ৩- বাপ্পি লাহিড়ির ফেমাস হিট
Next Article
advertisement
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
মিজোরামের মানুষের জন্য ঐতিহাসিক দিন, আইজল ভারতের রেল মানচিত্রে যুক্ত হল!
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মিজোরামের আইজলে ৯,০০০ কোটি টাকারও অধিক মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

VIEW MORE
advertisement
advertisement