Astrology Tips: আজ মাঘী পূর্ণিমা, কোষ্ঠীতে থাকা চন্দ্রদোষ দূর করুন ‘এই’ভাবে, ভাগ্য হবে সুপ্রসন্ন

Last Updated:
কুণ্ডলীতে চন্দ্রদোষ (Chandra Dosh) অর্থাৎ চাঁদের জোর কম তাঁরা পূর্ণিমার (Maghi Purnima) দিন কিছু কাজ (Astrology Tips) করলে এর প্রভাব কমে৷ যেনে নিন কোষ্ঠীতে থাকা চন্দ্রভাগ্যকে কি করে জোরালো করবেন৷
1/8
#কলকাতা: মাঘ পূর্ণিমা ২০২২ (Magh Purnima 2022) মাঘী পূর্ণিমা (Maghi Purnima)  যা আজকের দিন অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি৷ মাঘ পূর্ণিমা এদিন স্নানদান এবং ব্রত রাখা বড় গুরুত্ব রাখে৷ এতে পুণ্যলাভ হয়৷ প্রতি মাসে একদিন পূর্ণিমার রাতে চাঁদ নিজের ১৬ কলা পরিপূর্ণ করে৷ যাঁদের কুণ্ডলীতে চন্দ্রদোষ  (Chandra Dosh) অর্থাৎ চাঁদের জোর কম তাঁরা পূর্ণিমার দিন কিছু কাজ  (Astrology Tips) করলে এর প্রভাব কমে৷ যেনে নিন কোষ্ঠীতে থাকা চন্দ্রভাগ্যকে কি করে জোরালো করবেন৷
#কলকাতা: মাঘ পূর্ণিমা ২০২২ (Magh Purnima 2022) মাঘী পূর্ণিমা (Maghi Purnima) যা আজকের দিন অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি৷ মাঘ পূর্ণিমা এদিন স্নানদান এবং ব্রত রাখা বড় গুরুত্ব রাখে৷ এতে পুণ্যলাভ হয়৷ প্রতি মাসে একদিন পূর্ণিমার রাতে চাঁদ নিজের ১৬ কলা পরিপূর্ণ করে৷ যাঁদের কুণ্ডলীতে চন্দ্রদোষ (Chandra Dosh) অর্থাৎ চাঁদের জোর কম তাঁরা পূর্ণিমার দিন কিছু কাজ (Astrology Tips) করলে এর প্রভাব কমে৷ যেনে নিন কোষ্ঠীতে থাকা চন্দ্রভাগ্যকে কি করে জোরালো করবেন৷
advertisement
2/8
১) মাঘী পূর্ণিমায় (Maghi Purnima)  চন্দ্রকে (Purnima)  মজবুত করে নিন  চন্দ্রমাকে মজবুত করার জন্য তাঁর সম্পর্কিত জিনিস শরীরে ধারণ করতে হবে, চাল, দুধ, চিন ও ঘি -র খাদ্য খান৷ সাদা বস্ত্র পরিধান করুন৷
১) মাঘী পূর্ণিমায় (Maghi Purnima) চন্দ্রকে (Purnima) মজবুত করে নিন চন্দ্রমাকে মজবুত করার জন্য তাঁর সম্পর্কিত জিনিস শরীরে ধারণ করতে হবে, চাল, দুধ, চিন ও ঘি -র খাদ্য খান৷ সাদা বস্ত্র পরিধান করুন৷
advertisement
3/8
২) পূর্ণিমার ব্রত রাখা এবং রাতে চন্দ্রমার পূজা করবেন, তাতে চন্দ্রদোষ (chandra dosh) দূর হয়৷ কুণ্ডলীতে স্থিত চাঁদের স্থান দৃঢ় হয়৷
২) পূর্ণিমার ব্রত রাখা এবং রাতে চন্দ্রমার পূজা করবেন, তাতে চন্দ্রদোষ (chandra dosh) দূর হয়৷ কুণ্ডলীতে স্থিত চাঁদের স্থান দৃঢ় হয়৷
advertisement
4/8
৩)  অন্তত ১০ সোমাবরা ব্রত পালন করতে হয়৷ ভগবান শিবের পুজো করলেও চন্দ্রমা দোষ দূর হয়৷ কোষ্ঠীতে চন্দ্রমা প্রবল হয়৷
৩) অন্তত ১০ সোমাবরা ব্রত পালন করতে হয়৷ ভগবান শিবের পুজো করলেও চন্দ্রমা দোষ দূর হয়৷ কোষ্ঠীতে চন্দ্রমা প্রবল হয়৷
advertisement
5/8
4) পূর্ণিমার দিন স্নান আর দানের পর চন্দ্র গ্রহের মন্ত্র ওঁ শ্রাং শ্রীং শ্রৌং সঃ চন্দ্রায় নমঃ -র জপ করুন৷ এই মন্ত্র কল্যান করবে৷
4) পূর্ণিমার দিন স্নান আর দানের পর চন্দ্র গ্রহের মন্ত্র ওঁ শ্রাং শ্রীং শ্রৌং সঃ চন্দ্রায় নমঃ -র জপ করুন৷ এই মন্ত্র কল্যান করবে৷
advertisement
6/8
৫) কুণ্ডলীতে চন্দ্রমার সম্প্রক মাতা-র সঙ্গে হয়৷ তাই নিজের মায়ের সেবা করুন৷ চন্দ্রমা মজবুত হবে৷
৫) কুণ্ডলীতে চন্দ্রমার সম্প্রক মাতা-র সঙ্গে হয়৷ তাই নিজের মায়ের সেবা করুন৷ চন্দ্রমা মজবুত হবে৷
advertisement
7/8
৬) চন্দ্রদোষ দূর করার জন্য মুক্ত পরিধান করুন,এটি চন্দ্রের রত্ন মনে করা হয়৷
৬) চন্দ্রদোষ দূর করার জন্য মুক্ত পরিধান করুন,এটি চন্দ্রের রত্ন মনে করা হয়৷
advertisement
8/8
৭) চাঁদকে প্রসন্ন করার জন্য নিজের সন্তানের সঙ্গে ভাল ব্যবহার করুন, তাঁদের সঠিক প্রতিপালন করুন৷ চন্দ্রগ্রহের সঙ্গে যুক্ত দোষ দূর হবে৷ (Disclaimer: এই প্রতিবেদনের লেখা সাধারণ সূচনার ভিত্তিতে, এর সত্যতা নিউজ ১৮ বাংলা যাচাই করেনি৷)
৭) চাঁদকে প্রসন্ন করার জন্য নিজের সন্তানের সঙ্গে ভাল ব্যবহার করুন, তাঁদের সঠিক প্রতিপালন করুন৷ চন্দ্রগ্রহের সঙ্গে যুক্ত দোষ দূর হবে৷ (Disclaimer: এই প্রতিবেদনের লেখা সাধারণ সূচনার ভিত্তিতে, এর সত্যতা নিউজ ১৮ বাংলা যাচাই করেনি৷)
advertisement
advertisement
advertisement