Bappi Lahiri Favourite Food: এত বৈভব, কিন্তু 'এই' খাবারটির জন্য পাগল ছিলেন বাপ্পি লাহিড়ি! কী জানেন?

Last Updated:
Bappi Lahiri Favourite Food: বাপ্পি লাহিড়ির সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ যে বড়ই নিবিড়। শেষবার শিলিগুড়িতে এসেছিলেন ২০১৬ সালে।
1/5
#মুম্বই: প্রয়াত সুরকার এবং গায়ক বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)৷ মুম্বইয়ের  ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৬৯ বছর (Bappi Lahiri Passes Away)৷ আর বাপ্পি লাহিড়ির সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ যে বড়ই নিবিড়। শেষবার শিলিগুড়িতে এসেছিলেন ২০১৬ সালে।
#মুম্বই: প্রয়াত সুরকার এবং গায়ক বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)৷ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বয়স হয়েছিল ৬৯ বছর (Bappi Lahiri Passes Away)৷ আর বাপ্পি লাহিড়ির সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ যে বড়ই নিবিড়। শেষবার শিলিগুড়িতে এসেছিলেন ২০১৬ সালে।
advertisement
2/5
উত্তরবঙ্গ উৎসবের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। তার আগে শিলিগুড়িতেই বেড়ে ওঠা মাসীর বাড়িতে। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় মাসীর বাড়ি তাঁর। বাঘাযতীন পার্কে দুই মাসতুতো ভাইয়ের ছোটোবেলায় খেলাধূলো করার স্মৃতি আজও উজ্জ্বল। আজ সকালে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে তাই বাপ্পি লাহিড়ির মৃত্যুর পর শোকস্তদ্ধ শিলিগুড়ির চৌধুরী পরিবার।
উত্তরবঙ্গ উৎসবের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। তার আগে শিলিগুড়িতেই বেড়ে ওঠা মাসীর বাড়িতে। শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় মাসীর বাড়ি তাঁর। বাঘাযতীন পার্কে দুই মাসতুতো ভাইয়ের ছোটোবেলায় খেলাধূলো করার স্মৃতি আজও উজ্জ্বল। আজ সকালে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে তাই বাপ্পি লাহিড়ির মৃত্যুর পর শোকস্তদ্ধ শিলিগুড়ির চৌধুরী পরিবার।
advertisement
3/5
মাসী শঙ্করী চৌধুরী আর মেসো আশুতোষ চৌধুরীর বাড়িতেই বাপ্পি লাহিড়ি কাটাতেন ছোটোবেলার একটা বড় সময়। সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত হওয়ার পরও বহুবার এসেছেন সেখানে। উত্তরবঙ্গে কোন অনুষ্ঠানে এলেই ছুটে আসতেন মাসীর বাড়ি। বাপ্পি লাহিড়ির জন্যে চৌধুরী বাড়ির দ্বিতলে একটা পৃথক রুমও ছিল।
মাসী শঙ্করী চৌধুরী আর মেসো আশুতোষ চৌধুরীর বাড়িতেই বাপ্পি লাহিড়ি কাটাতেন ছোটোবেলার একটা বড় সময়। সঙ্গীত জগতে প্রতিষ্ঠিত হওয়ার পরও বহুবার এসেছেন সেখানে। উত্তরবঙ্গে কোন অনুষ্ঠানে এলেই ছুটে আসতেন মাসীর বাড়ি। বাপ্পি লাহিড়ির জন্যে চৌধুরী বাড়ির দ্বিতলে একটা পৃথক রুমও ছিল।
advertisement
4/5
মাছের ঝোল আর ভাত ছিল প্রিয় খাবার। আর মাসীর বাড়ি এলেই মাসতুতো দাদা এবং তাদের পরিবার নিয়ে ছুটে যেতেন শৈলশহরে। আজ সেই চৌধুরী বাড়িতেই অতীতের ছবি আঁকড়ে স্মৃতিচারণায় পরিবারের আত্মীয়রা।
মাছের ঝোল আর ভাত ছিল প্রিয় খাবার। আর মাসীর বাড়ি এলেই মাসতুতো দাদা এবং তাদের পরিবার নিয়ে ছুটে যেতেন শৈলশহরে। আজ সেই চৌধুরী বাড়িতেই অতীতের ছবি আঁকড়ে স্মৃতিচারণায় পরিবারের আত্মীয়রা।
advertisement
5/5
ইচ্ছে ছিল মুম্বাইয়ে গিয়ে দেখা করে আসবেন মাসতুতাও ভাইয়ের সঙ্গে। তা আর হল না। আক্ষেপ মাসতুতো দাদা ভবতোষ চৌধুরীর।  ১৯৭০-'৮০-এর দশকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন বাপ্পি লাহিড়ি৷ 'ডিস্কো ড্যান্সার', 'শরাবি', 'চলতে চলতে'- তালিকাটা দীর্ঘ৷ আবার বাংলাতেও অমর সঙ্গী সহ একাধিক জনপ্রিয় ছবির হিট গানের সঙ্গে জড়িয়ে রয়েছে বাপ্পি লাহিড়ির নাম৷
ইচ্ছে ছিল মুম্বাইয়ে গিয়ে দেখা করে আসবেন মাসতুতাও ভাইয়ের সঙ্গে। তা আর হল না। আক্ষেপ মাসতুতো দাদা ভবতোষ চৌধুরীর। ১৯৭০-'৮০-এর দশকে একের পর এক হিট গান উপহার দিয়েছেন বাপ্পি লাহিড়ি৷ 'ডিস্কো ড্যান্সার', 'শরাবি', 'চলতে চলতে'- তালিকাটা দীর্ঘ৷ আবার বাংলাতেও অমর সঙ্গী সহ একাধিক জনপ্রিয় ছবির হিট গানের সঙ্গে জড়িয়ে রয়েছে বাপ্পি লাহিড়ির নাম৷
advertisement
advertisement
advertisement