২০১৯ সালের পর এই প্রথম বাঁকুড়া থেকে আবারও কলকাতায় একক চিত্র প্রদর্শনী করতে চলেছেন শ্রী মহাদেব। আগামী ১৫ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত যোগেশ চৌধুরীর চারু বাসনায় এই একক প্রদর্শনী প্রদর্শিত হবে। বর্তমানে এর জন্য জোরকদমে প্রস্তুতি চলছে।
advertisement
এই অনুষ্ঠান উদ্বোধন করবেন শিল্পী সমীর আইচ, থাকবেন তাপস কোনার। এই প্রদর্শনীতে মূলত ছোট আকারের চিত্র প্রদর্শিত হবে। পোস্ট কার্ডের উপর চিত্র, অ্যালুমিনিয়ামের তৈরি হাঁড়ির ঢাকার উপর চিত্র তুলে ধরা হবে। এছাড়াও থাকবে ক্যানভাসে আঁকা ছবি।
শিল্পীর গোটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছবি। এর আগে পাঁচটি একক প্রদর্শনী করেছেন শ্রীমহাদেব। ২০১৯ সালের পর এই প্রথম। কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজের প্রাক্তনী বাঁকুড়ার ভূমিপুত্র শ্রী মহাদেব মুখার্জি ওরফে শ্রী মহাদেব (স্নাতকোত্তর)। ছবি আঁকার পাশাপাশি তাঁর আরও একটি শখ রয়েছে, তিনি পুতুল সংগ্রহ করতে ভালবাসেন। ব্যক্তিগত উদ্যোগে নিজের গৃহে স্থাপন করেছেন বিশেষ ‘পুতুলের সংগ্রহশালা’, যা ‘পুতুল ঘর’ নামে পরিচিত। এই অদ্ভুত সংগ্রহশালায় প্রায় ১২০০-১৩০০টি বিরল পুতুল সংগ্রহ করে রাখা আছে। এছাড়াও সংগীতের সঙ্গে যুক্ত তিনি। নাক দিয়ে বাজাতে পারেন সানাই, যার নাম নাসাই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্কুলে বাচ্চাদের আঁকা শেখানোর পাশাপাশি নিজের হাতে যতটুকু সময় পান শিল্পের মধ্যেই ডুবে থাকেন শ্রী মহাদেব। শিল্পচর্চা করে যেন শান্তি পান, এর মাধ্যমে যেন নিজেকে খুঁজে পান তিনি। সেই কারণে না থেমে একের পর এক ছবি এঁকে চলেছেন শিল্পী। তাঁর সেই কাজ এবার প্রদর্শিত হবে কলকাতায়।





