TRENDING:

Paschim Medinipur News: আন্তর্জাতিক যোগায় মেদিনীপুরের নাম চমকে উঠল সোনা-রুপো-ব্রোঞ্জ জয়ের মাধ্যমে

Last Updated:

ওয়ার্ল্ড যোগা চ্যাম্পিয়নশিপে সাফল্য। কৃতী মেদিনীপুরের সন্তানেরা ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর : এবার দেশ ছাড়িয়ে বিদেশের একাধিক প্রতিযোগীর বিরুদ্ধে সমানে সমানে লড়াই করে সোনা আনল জেলার কয়েকজন। জয় ছিনিয়ে এনেছে মেদিনীপুরের বেশ কয়েকজন যুবক-যুবতী,আছে ছোটরাও। যোগা প্রতিযোগিতায় এসেছে এই সফলতা।সম্প্রতিউত্তর প্রদেশের গাজিয়াবাদে আয়োজিত ওয়ার্ল্ড কাপ যোগা চ্যাম্পিয়নশিপ ২০২৩ হয়েছে। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল পশ্চিম মেদিনীপুরের মোট ৯ জন প্রতিযোগী। কঠোর অনুশীলনের পর প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে মিলেছে সাফল্য।
advertisement

যোগা ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় জয় জয়কার পশ্চিম মেদিনীপুরের। জেলা থেকে যাওয়া নয় জন প্রতিযোগী অন্যান্য দেশের প্রতিযোগীদের হারিয়ে পদক জিতেছে। নয় জনের মধ্যে দুজন সোনা, ছয় জন সিলভার ও একজন ব্রোঞ্জ পদক জিতেছে। পদক নিয়ে ইতিমধ্যেই বাড়ি ফিরেছে সকলে। এই জয়ের ভেতরে যেমন ছাত্ররা আছে তেমনই তাদের প্রশিক্ষকেরাও প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তারাও পদক জিতেছেন। গত ১৬ ডিসেম্বর থেকে চলছিল এই প্রতিযোগিতা। ৯-১২, ১৩-১৫,১৯-২০,২১-২৫ বছর বয়সী ছেলে ও মেয়ে উভয়েই অংশ নেয়।

advertisement

আরও পড়ুন : গ্রামে ঢুকেই মাটির দাওয়ায় বসে পড়লেন মহকুমাশাসক! ব্যাপারটা কী

জানা গিয়েছে, ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের (universal yoga sports federation) দ্বারা দিল্লির গাজিয়াবাদে আয়োজিত হয় এই যোগা ওয়ার্ল্ড কাপের। সেই প্রতিযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলা থেকে যোগদান করা ৯ জন প্রতিযোগী ইতিমধ্যেই ফিরে এসেছে। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, খড়গপুর, বেলদার প্রতিযোগীরা অংশ নিয়েছিল। দুর্দান্ত পারফরমেন্সের পর জেলার নয় জনই ছিনিয়ে এনেছে পদক। নয়জনের মধ্যে বেলদার আছে তিনজন। তার মধ্যে দুজন দ্বিতীয় ও একজন প্রথম হয়েছে।

advertisement

View More

আরও পড়ুন : মৃত্যুর পরেও বেঁচে রইলেন প্রধান শিক্ষক, কীভাবে জানলে শ্রদ্ধায় মাথা নত হবে আপনার

ছয় থেকে নয় মাসের কঠোর পরিশ্রমে এই জয় এসেছে মেদিনীপুরের হাতে। প্রসঙ্গত শ্রীলংকা, ব্যাংকক, ভারত-সহ প্রায় পৃথিবীর দশটি দেশের একাধিক প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

আরও খবর পড়তে ফলো করুন

advertisement

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

এই জয়ে খুশি জয়ীদের পরিবারের পাশাপাশি এলাকার মানুষ। তাদের এই সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: আন্তর্জাতিক যোগায় মেদিনীপুরের নাম চমকে উঠল সোনা-রুপো-ব্রোঞ্জ জয়ের মাধ্যমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল