West Medinipur News: গ্রামে ঢুকেই মাটির দাওয়ায় বসে পড়লেন মহকুমাশাসক! ব্যাপারটা কী

Last Updated:

বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-২ ব্লকের সাউরি কোটবাড় গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীবাড় এলাকায় গিয়ে গ্রামের মাঝে গ্রামবাসীদের সঙ্গে মাটিতে বসে তাঁদের অভাব অভিযোগ শুনলেন খোদ মহকুমাশাসক

মাটিতে বসে শুনছেন অভাব অভিযোগ
মাটিতে বসে শুনছেন অভাব অভিযোগ
পশ্চিম মেদিনীপুর: প্রশাসক বা সরকারি আধিকারিক! এই কথাটি শুনলে সকলের মনে আসে ঠান্ডা ঘরে চেয়ারে বসা গাম্ভীর্যপূর্ণ কোনও এক মানুষের প্রতিচ্ছবি। কিন্তু খড়গপুরের মহকুমাশাসক একদম‌ই যেন আলাদা। দক্ষ প্রশাসকের পাশাপাশি তিনি যেন ঘরের ছেলে। আর তাই মাটিতে বসেই লোধা-শবর সম্প্রদায়ের মানুষজনের নানান অভাব-অভিযোগ শুনলেন খড়গপুরের মহকুমাশাসক পাতিল যোগেশ অশোক রাও।
বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-২ ব্লকের সাউরি কোটবাড় গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীবাড় এলাকায় গিয়ে গ্রামের মাঝে গ্রামবাসীদের সঙ্গে মাটিতে বসে তাঁদের অভাব অভিযোগ শুনলেন খোদ মহকুমাশাসক। প্রসঙ্গত এই লোধাপাড়াতেই প্রায় ৭০ টি পরিবারের বসবাস। সম্প্রতি চোলাই মদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল এখানে। প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করা দেওয়া হয় চোলাইয়ের ব্যবসা। এরপরই গ্রামবাসীরা থেকে প্রশাসনের কাছে কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানান। মহকুমাশাসককে সামনে পেয়ে তাঁরা সেই কথাই আরও একবার জানিয়েছেন। আর সেই কথা মাটির দাওয়ায় বসে শোনেন খড়গপুরের এসডিও।
advertisement
advertisement
সূত্রের খবর, মহকুমাশাসকের কাছে গ্রামের নানান উন্নয়নের জন্য আবেদন জানান গ্রামবাসীরা। পানীয় জলের ব্যবস্থা সহ সরকারি ভাতার আবেদন জানানো হয়। সামাজিক বিভিন্ন প্রকল্পের সুবিধা কীভাবে গ্রামের মানুষ পাবেন, তাঁদেরকে বুঝিয়ে দেওয়ার পাশাপাশি হাতেনাতে বেশ কয়েকটি আবেদনপত্র পূরণ করে জমা নেওয়া হয়। মহকুমাশাসক, বিডিও ও গ্রাম পঞ্চায়েত প্রধানকে এক মাসের মধ্যে পানীয় জল সরবরাহের পাম্প বসানো নির্দেশ দেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে মহকুমাশাসককে কাছে পেয়ে খুশি লোধা পাড়ার মানুষজন। তাঁরা জানান, এর আগে এমন বড় মাপের কোন‌ও সরকারি আধিকারিক তাঁদের বাড়ির মাটির দাওয়ায় বসে কথা শোনেনি।
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: গ্রামে ঢুকেই মাটির দাওয়ায় বসে পড়লেন মহকুমাশাসক! ব্যাপারটা কী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement