শীতের আমেজ ফিরতে পারে দক্ষিণবঙ্গে। তবে তা খুব একটা দীর্ঘস্থায়ী হবে না। শীতের পথে বড় কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। এবছর হাড় কাঁপানো শীতের দাপট নেই দক্ষিণে। তবে চলতি সপ্তাহে শীত বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণে। কুয়াশার দাপট থাকবে হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। তবে ঘন কুয়াশার দাপট নেই দক্ষিণে।
advertisement
দক্ষিণের জেলাগুলিতে আপাতত শীতের দাপট বজায় থাকছে। তাপমাত্রা আরও নামার পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। ঘন কুয়াশার দাপট থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা , কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। এরই পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে।
চলতি বছর জেলা পুরুলিয়া তীব্র শীতের আমেজ উপভোগ করেনি। মোটামুটি শীতের দাপট থেকেছে। হাড় কাঁপানো শীত পড়েনি জেলায়। রোজই হয়েছে আবহাওয়ার পরিবর্তন। তবে এই মুহূর্তেই পুরোপুরি শীত বিদায় নিচ্ছে না জেলা থেকে এমনটাই পূর্বাভাস মিলেছে।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়