এদিন সকাল ১১ টা নাগাদ তাপস দাস দোকান খুলে দেখে বিশাল আকারের একটা পদ্ম গোখরো সাপ দোকানের ভিতর ঘোরাফেরা করছে। লাগাতার বৃষ্টির ফলে এলাকার জলমগ্ন খাদ্যের সন্ধানে লোকলায় আশ্রয় নিতে গিয়ে দোকানে আশ্রয় নিয়েছে বলে প্রাথমিক অনুমান। এরপর পথ চলতি মানুষের রীতিমতো ভিড় পড়ে যায় সাপটিকে কেন্দ্র করে।
advertisement
আরও পড়ুন: দিঘার সমুদ্রে এবার ক্রুজ-পার্টি! হার মানবে গোয়াও! পুজোর আগেই বিরাট সুখবর
স্থানীয় বাসিন্দা শুভেন্দু মণ্ডল জানান, ”বায়লানি বাজারে যাওয়ার পথে দেখলাম একটি দোকানে সামনে প্রচুর মানুষের সমাগম। চার থেকে সাড়ে চার হাতের একটি সাপ দেখতে পাওয়া যায়, যার ফনা দেখে সবাই ভয় পাচ্ছে।”
আরও পড়ুন: কারণ সেই বাংলা, ইন্ডিয়া জোটের ভারসাম্য রক্ষাই চ্যালেঞ্জ সিপিএমের!
অবশেষে এই খবর পৌঁছায় বন দফতরে। অবশেষে ফয়েস্ট অফিসের কর্মীরা সাপটাকে উদ্ধার করে বসিরহাট বনদপ্তরে নিয়ে যায়।
—- জুলফিকার মোল্যা