Digha: দিঘার সমুদ্রে এবার ক্রুজ-পার্টি! হার মানবে গোয়াও! পুজোর আগেই বিরাট সুখবর
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Digha: রাজ্য পরিবহণ দফতরের তরফে আগে সুন্দরবনে আগে এই ধরনের পরিষেবা চালু হয়েছিল। সুন্দরবনে চালু হওয়া প্রমোদতরীর আদলে দিঘার ক্রুজটি তৈরি করা হয়েছে।
দিঘা: ভারতে যেসব সমুদ্র সৈকতে পর্যটকরা বছরের বিভিন্ন সময় ভিড় জমান তার মধ্যে সবচেয়ে বিলাসবহুল সমুদ্র সৈকত রয়েছে গোয়ায়। বহু মানুষের স্বপ্ন একবার গোয়ার সমুদ্র সৈকত থেকে ঘুরে আসার। কিন্তু খরচ অনেক বেশি হওয়ার কারণে তা সবার পক্ষে সম্ভব হয় না। তবে এবার গোয়ার স্বাদ দিঘা সমুদ্র সৈকতেই মিটতে পারে। বছরের বিভিন্ন সময় পূর্ব মেদিনীপুরে থাকা দিঘা সমুদ্র সৈকতে দূর-দূরান্ত থেকে পর্যটকদের সমাগম হয়। এবার এই দিঘাতেই যাতে গোয়ার মতো সমুদ্র সৈকত ঘোরার আনন্দ মিলতে পারে তার বন্দোবস্ত করা হচ্ছে। গোয়ার ধাঁচে এবার দিঘার সমুদ্রে নামতে পারে ঝাঁ চকচকে প্রমোদতরী। সব ঠিক থাকলে রাজ্য পরিবহণ দফতরের তরফে দিঘা চালু করা হতে পারে প্রমোদতরী বা ক্রুজ পরিষেবা। তা হলে দুর্গাপুজোর আগেই পর্যটকদের জন্য তা হতে পারে দারুণ উপহার।
রাজ্য পরিবহণ দফতরের তরফে আগে সুন্দরবনে আগে এই ধরনের পরিষেবা চালু হয়েছিল। সুন্দরবনে চালু হওয়া প্রমোদতরীর আদলে দিঘার ক্রুজটি তৈরি করা হয়েছে। যা পর্যটকদের কাছে দারুণ সুযোগ। সূত্রের খবর, পিপিপি মডেলে এই পরিষেবা চালু হবে। সেই অনুযায়ী, ইতিমধ্যেই টেন্ডারের প্রক্রিয়াও শুরু হয়েছে।
advertisement
advertisement
আপাতত জানা গিয়েছে, এই প্রমোদতরীতে উঠতে পারবেন ৮০ জন। সমুদ্রবক্ষে ঝাঁ চকচকে অনুষ্ঠান থেকে শুরু করে বিশেষ পার্টিও আয়োজন করা যাবে এই প্রমোদতরীতে।
পর্যটকদের আনন্দ এবং বিনোদন দেওয়ার জন্য যেভাবে একের পর এক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তার মধ্যে নতুন সংযোজন এই প্রমোদতরী। এই প্রমোদতরী মধ্য দিয়েই পর্যটকরা দিঘায় এসে সমুদ্র যাত্রার আনন্দ উপভোগ করতে পারবেন। সমুদ্রে যাত্রা করার পাশাপাশি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ। এছাড়াও বিলাসবহুল এই প্রমোদতরীতে পর্যটকদের জন্য থাকছে নানান ধরনের বিনোদনের ব্যবস্থা। রেস্তোরাঁ ছাড়াও এখানে থাকবে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। আবার অনুষ্ঠান ইত্যাদির ক্ষেত্রেও পর্যটকরা এই প্রমোদতরী ভাড়া নিতে পারবেন। এছাড়াও ব্যক্তিগতভাবে অনুষ্ঠান অথবা পার্টির জন্য এই প্রমোদতরী ভাড়া নেওয়া যেতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে এই বছর পুজোর আগেই দিঘায় চালু হয়ে যাবে এই প্রমোদতরী। তবে এর জন্য কত ভাড়া অথবা কী কী ব্যবস্থা থাকছে তা সম্পর্কে এখনও কিছু স্পষ্ট নয়। এর পাশাপাশি এই প্রমোদতরীতে বিনোদনের জন্য কীভাবে টিকিট বুকিং করতে হবে সেইসব বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 6:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘার সমুদ্রে এবার ক্রুজ-পার্টি! হার মানবে গোয়াও! পুজোর আগেই বিরাট সুখবর