TRENDING:

বাড়ির বারান্দায় ফোঁসফোঁস করছে বিষধর! দেখেই চিল চিৎকার!...তার পর যা হল, শিউরে উঠবেন!

Last Updated:

Poisonous Snake: উজ্জ্বল প্রামাণিকের বাড়ির বারান্দায় একটি বিষধর চন্দ্রবোড়া সাপ হঠাৎ দেখতে পান পরিবারের সদস্যরা। সাপ দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, সকলে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: শান্তিপুরে বাড়ির বারান্দায় বিষধর চন্দ্রবোড়া, বন দফতরের তৎপরতায় উদ্ধার, স্বস্তি পরিবারে। শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের সীমারঘাট এলাকায় এদিন এক রোমহর্ষক ঘটনা ঘটে। উজ্জ্বল প্রামাণিকের বাড়ির বারান্দায় একটি বিষধর চন্দ্রবোড়া সাপ হঠাৎ দেখতে পান পরিবারের সদস্যরা। সাপ দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, সকলে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। খবর পেয়ে শান্তিপুর বাহাদুরপুর পলাশগাছি বিটের বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। অত্যন্ত দক্ষতার সঙ্গে তাঁরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যান। উজ্জ্বল প্রামাণিক জানান, বন দফতরের দ্রুত তৎপরতার ফলে তারা এখন আতঙ্কমুক্ত।
বিষধর চন্দ্রবোড়া সাপ
বিষধর চন্দ্রবোড়া সাপ
advertisement

দিনে কতক্ষণ হাঁটলে শরীর ‘ফিট’ থাকে? সকাল না সন্ধ্যা, কোনটা হাঁটার ‘ঠিক’ সময়? জানুন চিকিৎসকের পরামর্শ

স্থানীয় বাসিন্দাদের মতে, গরম পড়তেই এলাকায় একের পর এক বিষধর সাপের দেখা মিলছে। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে সাপ লোকালয়ে চলে আসছে। বন দফতরের সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং সাপ দেখলেই আতঙ্কিত না হয়ে দ্রুত তাঁদের খবর দেওয়ার অনুরোধ জানিয়েছে।

advertisement

সাপ ঘরে ঢুকলে ভয় পাবেন না! রান্নাঘরে গিয়ে করুন ‘ছোট্ট’ এই কাজ…সাপ লেজ তুলে পালাবে!

তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, ভারত বাংলাদেশের বিভিন্ন সাপের মধ্যে অন্যতম বিষধর এই চন্দ্রবোড়া সাপ। এই সাপের মধ্যে থাকে হিমোটক্সিন বিষ। যা মানব দেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্নায়ুতন্ত্রে আঘাত করে। চন্দ্রবোড়া সাপকে অনেকেই ভুলবশত অজগর সাপের বাচ্চা ভেবে ধরতে যান। তখনই বিপদ বুঝে সেই সাপ কামড় দেয়। তৎক্ষণাৎ সাপের কামড় খাওয়া ওই ব্যক্তিকে জেলা হাসপাতালে  যত দ্রুত সম্ভব নিয়ে যেতে হবে। সেখানেই পাওয়া যায় এই সাপে কামড়ানোর অ্যান্টি ভেনম। যা এক ঘণ্টার মধ্যে সাপে কামড়ানো ব্যক্তিকে না দেওয়া হলে ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যাত্রী সাথী অ‍্যাপের মাধ্যমেই বুক করা যাবে অ‍্যাম্বুলেন্স! নয়া পরিষেবা চালু দুর্গাপুরে
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাড়ির বারান্দায় ফোঁসফোঁস করছে বিষধর! দেখেই চিল চিৎকার!...তার পর যা হল, শিউরে উঠবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল