দিনে কতক্ষণ হাঁটলে শরীর ‘ফিট’ থাকে? সকাল না সন্ধ্যা, কোনটা হাঁটার ‘ঠিক’ সময়? জানুন চিকিৎসকের পরামর্শ
স্থানীয় বাসিন্দাদের মতে, গরম পড়তেই এলাকায় একের পর এক বিষধর সাপের দেখা মিলছে। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে সাপ লোকালয়ে চলে আসছে। বন দফতরের সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং সাপ দেখলেই আতঙ্কিত না হয়ে দ্রুত তাঁদের খবর দেওয়ার অনুরোধ জানিয়েছে।
advertisement
সাপ ঘরে ঢুকলে ভয় পাবেন না! রান্নাঘরে গিয়ে করুন ‘ছোট্ট’ এই কাজ…সাপ লেজ তুলে পালাবে!
তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, ভারত বাংলাদেশের বিভিন্ন সাপের মধ্যে অন্যতম বিষধর এই চন্দ্রবোড়া সাপ। এই সাপের মধ্যে থাকে হিমোটক্সিন বিষ। যা মানব দেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্নায়ুতন্ত্রে আঘাত করে। চন্দ্রবোড়া সাপকে অনেকেই ভুলবশত অজগর সাপের বাচ্চা ভেবে ধরতে যান। তখনই বিপদ বুঝে সেই সাপ কামড় দেয়। তৎক্ষণাৎ সাপের কামড় খাওয়া ওই ব্যক্তিকে জেলা হাসপাতালে যত দ্রুত সম্ভব নিয়ে যেতে হবে। সেখানেই পাওয়া যায় এই সাপে কামড়ানোর অ্যান্টি ভেনম। যা এক ঘণ্টার মধ্যে সাপে কামড়ানো ব্যক্তিকে না দেওয়া হলে ওই ব্যক্তির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে।
Mainak Debnath
