বেশ কয়েকবছর ধরে অ্যানাকোন্ডা নিয়ে উৎসাহ বেড়েছে রাজ্যবাসীর। বাংলা সিনেমাতেও দেখানো হয়েছে এই সাপকে। এর আগে হলুদ অ্যানাকোন্ডা আনা হয়েছিল চিড়িয়াখানায়।
জানা গিয়েছে, আলিপুর চিড়িয়াখানার একটি দল চেন্নাইয়ে যায়। সেখানে গিয়ে মাদ্রাজ ক্রোকোডাইল ব্যাঙ্কে এক জোড়া সবুজ অ্যানাকোন্ডা পছন্দ করে এসেছেন তাঁরা। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছে বলেই খবর।
advertisement
সবুজ অ্যানাকোন্ডা, হলুদ অ্যানাকোন্ডার থেকে দ্বিগুণ বড়। দৈত্যাকার এই সাপের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট পর্যন্ত হয়। ওজন ২৫০ কেজির মতো। গত তিন বছর ধরে তার খোঁজ চালাচ্ছে আলিপুর। সবুজ অ্যানাকোন্ডার জন্য বহুদিন আগেই ঘর তৈরি হয়ে রয়েছে চিড়িয়াখানায়।
দুটি সবুজ অ্যানাকোন্ডার শাবক তারা দিচ্ছে। বিনিময়ে তারা আলিপুরের কাছে শাঁখামুটি কিংবা ইগুয়ানা সাপ চেয়েছে। এবার ‘জু অথরিটির’ সবুজ সঙ্কেত পেলেই আলিপুরে আসবে এই সাপ। তারপর থেকেই এই সবুজ সাপ দেখতে ভিড় জমাবেন অনেকেই।
নবাব মল্লিক