TRENDING:

Fire Incident: আগুন কেড়ে নিল উপার্জনের শেষ রাস্তা, সামান্য পুঁজিও চুরি! সব হারিয়ে দিশেহারা দম্পতি

Last Updated:

Fire Incident: ব্যবসা থেকে লাভের যে টাকা ছিল, তা রাখা ছিল দোকানে। সেই টাকাও গিয়েছে বলে অভিযোগ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান : শুরু করেছিলেন একটা ছোট্ট ব্যবসা। দোকান থেকে অল্প উপার্জনের মাধ্যমে চালিয়ে নিচ্ছিলেন সংসার। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলা। আগুনের গ্রাসে চলে গেল সেই ছোট্ট দোকান ঘরটিও। যৎ সামান্য যা পুঁজি ছিল, তাও চুরি গিয়েছে। সবকিছু হারিয়ে রীতিমতদিশেহারা দম্পতি। মনে করছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে কেউ এমন কাণ্ড করেছেন।
advertisement

লাউদোহা থানার অন্তর্গত ঝাজড়ার উড়িয়া মেস এলাকা। সেখানেই একটি ছোট্ট দোকান চালাতেন কাজরুল হুসনেরা এবং ফাহিমা বেগম। কিন্তু হঠাৎ করেই বুধবার রাত দুটো নাগাদ তারা দোকানে আগুন জ্বলতে দেখেন। ততক্ষণে দোকান ঘরের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাছাড়াও ব্যবসা থেকে লাভের যে টাকা ছিল, তা রাখা ছিল দোকানে। সেই টাকাও গিয়েছে বলে অভিযোগ।

advertisement

আরও পড়ুন: শিক্ষক দিবসে দেওয়াল পত্রিকা প্রতিযোগিতায় আরজিকর ও হাতি হত্যার প্রতিফলন

কাজরুল হুসনেরা জানিয়েছেন, গত বুধবার রাত দশটার দিকে দোকান বন্ধ করে তিনি ব্যক্তিগত কাজে স্টেশনের দিকে গিয়েছিলেন। এরপর বাড়ি ফেরার সময় তিনি দূর থেকে আগুন জ্বলতে দেখেন। কাছে এসে দেখেন তার দোকান ঘরটি আগুনে ভষ্মীভূত হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখে রীতিমত তার মাথায় আকাশ ভেঙে পড়ে। পুলিশের কাছেও অভিযোগ জানান তিনি।

advertisement

View More

লাউদোহা থানার পুলিশ এলাকা পরিদর্শন করে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে দোকান মালিকের অভিযোগ, ব্যক্তিগত আক্রোশ থেকেই কেউ এই কাণ্ড করেছে। ওই ছোট দোকানটিতে তিনি মুরগির ব্যবসা চালাতেন। বর্তমানে মুদিখানার কিছু জিনিসপত্র রাখছিলেন। মোটামুটি ভাবে তাদের সংসার চলে যাচ্ছিল। কিন্তু সবকিছু হারিয়ে কি করবেন তারা? কিছুতেই খুঁজে পাচ্ছেন না উত্তর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fire Incident: আগুন কেড়ে নিল উপার্জনের শেষ রাস্তা, সামান্য পুঁজিও চুরি! সব হারিয়ে দিশেহারা দম্পতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল