Teachers Day 2024: শিক্ষক দিবসে দেওয়াল পত্রিকা প্রতিযোগিতায় আরজিকর ও হাতি হত্যার প্রতিফলন

Last Updated:

Teachers Day 2024: আর জি করের ঘটনা এবং ঝাড়গ্রামে স্ত্রী হাতিকে জ্বলন্ত শলাকা বিদ্ধ করে খুনেরঘটনাকে সামনে রেখে বন্যপ্রাণী সংরক্ষণ এবং নারী সুরক্ষা ও সচেতনতার ওপর দেওয়াল পত্রিকা

+
এবার

এবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে দেওয়াল পত্রিকা

ঝাড়গ্রাম: রাজ্যের মধ্যে ঘটে যাওয়া দুটি নারকীয় ঘটনায় প্রতিবাদ চলছে রাজ্য ও দেশজুড়ে। এবার শিক্ষক দিবসের অনুষ্ঠানেও দেখা গেল সেই প্রতিবাদের ভাষা। ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ে শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রীদের নিয়ে একটি দেওয়াল পত্রিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আর জি করের ঘটনা এবং ঝাড়গ্রামে স্ত্রী হাতিকে জ্বলন্ত শলাকা বিদ্ধ করে খুনেরঘটনাকে সামনে রেখে বন্যপ্রাণী সংরক্ষণ এবং নারী সুরক্ষা ও সচেতনতার ওপর দেওয়াল পত্রিকার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীদের জন্য শ্রেণী ভিত্তিক বন্যপ্রাণী সংরক্ষণ উপর দেওয়াল পত্রিকার প্রতিযোগিতা হয়। যেখানে ছাত্রীরা স্বাধীনতা দিবসের দিন ঝাড়গ্রাম শহরে জ্বলন্ত শলাকায় বিদ্ধ করে একটি স্ত্রী হাতিকে যেভাবে খুন করা হয়েছে সেই চিত্র ফুটিয়ে তুলেছে তারা। তার পাশাপাশি বন্যপ্রাণীদের গুরুত্ব এবং তাদেরকে কিভাবে সংরক্ষণ করা সম্ভব তাও তারা দেওয়াল পত্রিকার মধ্য দিয়ে সকলের কাছে তুলে ধরেছে। অপরদিকে অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্রীরা নারী সুরক্ষা ও সচেতনতার উপর দেওয়াল পত্রিকা তৈরি করেছে। যেখানে তারা একজন নারী চিকিৎসককে কোথাও কালী কোথাও আবার দুর্গার রূপে ফুটিয়ে তুলেছে। সমাজের বিভিন্ন স্তরের নারীদের কাজ এবং ভূমিকা সকলের কাছে তুলে ধরেছে তারা। নারীরা কিভাবে নিজেকে সুরক্ষিত করবে তাও দেওয়াল পত্রিকার মধ্য দিয়ে বার্তা দিয়েছে ননীবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা।
advertisement
advertisement
ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সরেন বলেন, দুটি ঘটনায় নিন্দনীয়। আমি চাই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকার ধর্ষকদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করেছে। ঝাড়গ্রাম ননীবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অরুন্ধতী সেন বলেন, আর জি কর মেডিকেল কলেজে এবং ঝাড়গ্রামের যে ঘটনা ঘটেছে তা খুবই নিন্দনীয়। এই দুটি ঘটনায় আমাদের জনজীবন থেকে শুরু করে ছাত্রীদের উপর প্রভাব ফেলেছে।আমরা সর্বদা চাইবো ছাত্রীরা বড় হয়ে সমাজ সচেতক একজন নাগরিক হয়ে উঠুক।
advertisement
বৃহস্পতিবার সকালে শিক্ষক দিবসের অনুষ্ঠান এবং দেওয়াল পত্রিকা প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝাড়গ্রামের সাংসদ কালীপদ সরেন। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের ডিআই শক্তিভূষণ গঙ্গোপাধ্যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অরুন্ধতী সেন সহ অন্যান্য শিক্ষিকারা।
বুদ্ধদেব বেরা
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Teachers Day 2024: শিক্ষক দিবসে দেওয়াল পত্রিকা প্রতিযোগিতায় আরজিকর ও হাতি হত্যার প্রতিফলন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement