আবহাওয়ার ক্রমাগত পরিবর্তনে জ্বর, সর্দি, কাশি লেগেই রয়েছে জেলাবাসীর। এদিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার।
আরও পড়ুনঃ কালীপুজো নয়, তারাপীঠের মেগা উৎসব কোনটি জানেন? ফি বছর নভেম্বরে হয় ‘সেই’ উৎসব? জানুন
advertisement
ভাইফোঁটার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শনিবার থেকে বৃষ্টির প্রভাব পুনরায় পড়তে চলেছে দক্ষিণের বেশ কিছু জেলায়। বৃষ্টির ফলে ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। রবিবার ও সোমবার ঝাড়গ্রাম জেলায়ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলা পুরুলিয়াতে বৃষ্টির প্রভাব আপাতত নেই।
শুধু দক্ষিণবঙ্গ নয়, একইভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়। শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। তবে তীব্র বর্ষণের প্রভাব আপাতত নেই উত্তরে। আবহাওয়ার ক্রমাগতই পরিবর্তন হতে দেখা যাচ্ছে কখনও রোদ, কখনও শীত, আবার কখনও বৃষ্টির প্রভাব। আবহাওয়ার এই খামখেয়ালীতে শীতের আগমন বাধাপ্রাপ্ত হচ্ছে। পুরুলিয়া জেলা জুড়ে হালকা শীতের আমেজ। তবে হাড় কাঁপানো শীত পড়তে এখনও বেশ খানিকটা সময় বাকি বলে মনে করছে হাওয়া অফিস।