মৎস্যজীবীদের জালে ধরা পড়ে হাঙরটি। সেটিকে নিয়ে আসা হয় দিঘা মোহনার বাজারে। একটি ট্রলিতে মাছটিকে রাখা হয়। খবর চাউর হতেই ভিড় জমে যায় বাজারে। এমনিতেই দিঘার মোহনার সেই মাছের বাজারে সারা বছরই কম-বেশি পর্যটকদের ভিড় লেগে থাকে। তবে এদিন সেই হাঙর মাছ দেখতে উপচে পড়ল পর্যটকদের ভিড়।
আরও পড়ুন- উলট-পুরাণ! বিপুল জয়ের পরেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ যুবনেতার
advertisement
দিঘায় ঘুরতে আসা বেশিরভাগ পর্যটক বললেন, এটা তাদের কাছে বাড়তি পাওনা। অনেকেই মাছটির কাছে গিয়ে সেলফি তুলতে থাকেন। ফলে ভিড় সামলানো দায় হয়ে দাঁড়ায় স্থানীয় ব্যবসায়ীদের পক্ষে। মাছটির মুখ খুলিয়ে দাঁতের ছবি তুলতে শুরু করেন অনেকে।
আরও পড়ুন- উলটপুরাণ! জয়ী নির্দল প্রার্থীর সন্ত্রাসে ভয়াবহ অবস্থা খোদ শাসক দলের প্রার্থীর
জানা যায়, বর্ষার মরশুমে ইলিশের খোঁজে জাল ফেলেছিলেন মৎসজীবীরা। সেই জালে উঠে আসে বিশালাকার হাঙরটি। এরই মধ্যে মরশুমের প্রথম ইলিশ মাছও ধরা হয়েছে দিঘায়।