Bankura News: উলট-পুরাণ! বিপুল জয়ের পরেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ যুবনেতার

Last Updated:

বড়জোড়া বিধানসভার বেলিয়াতোড় এলাকার প্রাক্তন যুব তৃনমূল নেতা অরিন্দম চক্রবর্তী-সহ কুড়িটি পরিবার যোগ দিলেন বিজেপিতে।

বাঁকুড়া: গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাঁকুড়া জেলাজুড়ে তৃণমূলের জয়জয়কার। তার মাঝেই উলটপুরান। বড়জোড়া বিধানসভার বেলিয়াতোড় এলাকার প্রাক্তন যুব তৃনমূল নেতা অরিন্দম চক্রবর্তী-সহ কুড়িটি পরিবার যোগ দিলেন বিজেপিতে।
গ্রাম পঞ্চায়েত নির্বাচনের বেশ কিছুদিন আগে থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়ে তৃণমূলের বেলিয়াতোড় এলাকার তৃনমূল যুব নেতা অরিন্দম চক্রবর্তীর। পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন করে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করলেও শেষ পর্যন্ত তৃনমূলের প্রার্থীর কাছে তাঁকে পরাজয় স্বীকার করতে হয়। তবে নির্বাচনপর্ব মিটতেই তৃনমূলের যুব নেতা আজ নিজের কুড়িজন অনুগামী ও তাঁদের পরিবার সহ যোগ দিলেন বিজেপিতে। বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে দলে নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিংহ। বিজেপিতে যোগ দিয়ে তৃনমূলের যুব নেতার হুঁশিয়ারি, আগামীদিনে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে এলাকায় আন্দোলন আরও তীব্রতর করাই হবে তাঁর লক্ষ্য়।
advertisement
তৃণমূল যুব নেতা সহ কুড়িটি পরিবার বিজেপিতে যোগ দেওয়ায় বেলিয়াতোড় এলাকায় বিজেপির শক্তিবৃদ্ধি হল বলে দাবী বিজেপির জেলা নেতৃত্বের। তৃণমূলের দাবি নির্দল প্রার্থী হিসাবে লড়াই করা কোনও ব্যক্তির সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বিজেপি নির্বাচনের আগে যোগদানের যে নাটক করেছে এখনও সেই একই নাটক করছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: উলট-পুরাণ! বিপুল জয়ের পরেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ যুবনেতার
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement