Panchayat Election 2023 : উলটপুরাণ! জয়ী নির্দল প্রার্থীর সন্ত্রাসে ভয়াবহ অবস্থা খোদ শাসক দলের প্রার্থীর

Last Updated:

Panchayat Election 2023 : ভোট পরবর্তী সন্ত্রাসে দেগঙ্গায় এবার ঘরছাড়া হতে হল খোদ শাসকদলের প্রার্থী-সহ তাঁর পরিবার ও অনুগামীদের। বাড়ি, গাড়ি, ক্লাব ভাঙচুরের অভিযোগ জয়ী নির্দল প্রার্থীদের অনুগামীদের বিরুদ্ধে।

নির্দল প্রার্থীর অত্যাচারে ঘরছাড়া তৃণমূল প্রার্থী
নির্দল প্রার্থীর অত্যাচারে ঘরছাড়া তৃণমূল প্রার্থী
দেগঙ্গা: জেলাজুড়ে উঠছে শাসকদলের ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ। আর এবার উল্টো চিত্র। দেগঙ্গায় জয়ী নির্দল প্রার্থীদের সন্ত্রাসে ঘরছাড়া খোদ শাসক দলের প্রার্থীর। নির্দল প্রার্থী ও অনুগামীদের মদতকারীদের ঘিরে উঠেছে দলীয় গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত।
ভোট পরবর্তী সন্ত্রাসে দেগঙ্গায় এবার ঘরছাড়া হতে হল খোদ শাসকদলের প্রার্থী-সহ তাঁর পরিবার ও অনুগামীদের। বাড়ি, গাড়ি, ক্লাব ভাঙচুরের অভিযোগ জয়ী নির্দল প্রার্থীদের অনুগামীদের বিরুদ্ধে। আতঙ্কে সপরিবার আত্মগোপন শাসক দলের প্রার্থী। বাড়ি ফিরতে চেয়ে প্রশাসন, দলীয় নেতৃত্বের কাছে আবেদন শাসক দলের প্রার্থী সম্রাট কাহারের।
advertisement
advertisement
ঘটনাটি দেগঙ্গার সোহাই-স্বেতপুর পঞ্চায়েতের দৈবঞ্জপোল এলাকার। সোহাই-শ্বেতপুর পঞ্চায়েতের ৭৮ নং বুথে প্রার্থী হয়েছিল তৃণমূলের সম্রাট কাহার। যিনি দেগঙ্গা বিধানসভার বিধায়ক রহিমা মণ্ডলের অনুগামীদের একজন বলে পরিচিত। তাঁর বিরোধী প্রার্থী ছিলেন নির্দলের সইদুল ইসলাম। সম্রাট কাহারের অভিযোগ, ভোটের দিন রাত থেকে তাঁর এবং তাঁর অনুগামীদের বাড়ি, ক্লাব ভাঙচুর ও বোমাবাজি করে তাদের এলাকা ছাড়া করে দেয় নির্দল প্রার্থীর অনুগামীরা। তারপর থেকে তাঁরা ঘরছাড়া। আতঙ্কে আত্মগোপন করে আছেন সপরিবার।
advertisement
এবিষয়ে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা তৃণমূল নেতা মফিদুল হক সাহাজী ঘটনার কথা স্বীকার করে বলেছেন সম্রাট কাহারকে নির্ভয়ে বাড়ি ফিরে আসতে বলা হয়েছে।
জিয়াউল আলম
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Election 2023 : উলটপুরাণ! জয়ী নির্দল প্রার্থীর সন্ত্রাসে ভয়াবহ অবস্থা খোদ শাসক দলের প্রার্থীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement