ইতিপূর্বে তিনি পূর্ব মেদিনীপুর জেলায় দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন। এবার পুরুলিয়ার মানুষ তাকে জেলা শাসকের হিসাবে পেতে চলেছেন। ড. রজত নন্দা পুরুলিয়ার জেলাশাসকের দায়িত্বে থাকাকালীন জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। বহু মানুষ নানান সরকারে পরিষেবা পেয়েছেন তাঁর তত্ত্বাবধানে। তাঁর অবদান পুরুলিয়ার মানুষের কাছে গুরুত্বপূর্ণ।
advertisement
আর কয়েক মাস পরেই রাজ্যের বিধানসভা নির্বাচন। নির্বাচনের পূর্বে প্রশাসনিকভাবে বড়সড় পরিবর্তন করেছে রাজ্য সরকার। রাজ্যের একঝাঁক জেলার জেলাশাসক বদল করা হল। এমনকী কয়েকটি জেলার অতিরিক্ত জেলাশাসকদেরও বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী SIR শুরু হওয়ার পর জেলাশাসকদের বদলি করা যায় না, তাই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলে অনেকেই মনে করছেন।
আরও পড়ুন: মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ-সহ ১২ রাজ্যে এসআইআর শুরু, ঘোষণা করল নির্বাচন কমিশন
এসআইআর শুরুর দিন ঘোষণার আগেই রাজ্যের প্রশাসনিক এই রদবদল যথেষ্ট তৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে অনেকেই। এছাড়াও অতিরিক্ত জেলাশাসক (ADM) এবং যুগ্ম-সচিব স্তরে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়।






